ক্রিকেটার নয়, আসন্ন আইপিএলে রায়নাকে দেখা যাবে এই নতুন অবতারে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন আইপিএলের পঞ্চদশ তম সংস্করণের আগে আয়োজিত নিলামে সবচেয়ে বড় শিরোনাম ছিল সুরেশ রায়নার নিলামের মঞ্চে অবিক্রিত থেকে যাওয়া। ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে কেউই তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। যা রীতিমতো হতাশ করেছিল রায়না ভক্তদের। কিছুদিন আগে মনে করা হচ্ছিল গুজরাট টাইটান্স তাকে জেসন রয়ের জায়গায় দলে নিতে পারে। কিন্তু সেই জল্পনা আর সত্যি হয়নি। তবে এরপরেও আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে রায়নাকে। তবে ক্রিকেটার হিসাবে নয়, অন্য অবতারে।

আইপিএলের প্রথম সংস্করণ থেকেই রায়না এই প্রতিযোগিতার শোভা বাড়িয়েছেন। ২০২০-তে তিনি ব্যক্তিগত সমস্যার জন্য আইপিএল খেলেননি এবং গত মরশুমে মাঠে নেমেও একেবারে সাদামাটা পারফরম্যান্স করেছেন তিনি। আইপিএলে রায়না মোট ৫৫২৮ রান করেছেন। একটি সেঞ্চুরির পাশাপাশি তার ঝুলিতে ৩৯টি অর্ধশতরানও রয়েছে। দীর্ঘদিন ধরেই ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং সম্ভবত সেইজন্যই নিলামে দল পাননি রায়না।

তবে সূত্রমারফত পাওয়া খবর অনুযায়ী আসন্ন আইপিএলে রায়না ধারাভাষ্যকার হিসাবে যুক্ত হতে পারেন। হিন্দি ধারাভাষ্যকারদের তালিকায় রায়নার নাম রেখেছে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। গত দু মাস ধরে রায়নার শিরোনামে থাকার সুযোগকে কাজে লাগাতে চাইছে স্টার স্পোর্টস। তাই তাকে নিজেদের সঙ্গে যুক্ত করে টিআরপি আরো বাড়ানোর ছক কষেছেন তারা।

যদি তা সত্যি হয় তাহলে রায়নাকে কমেন্ট্রি বক্সে জুটি বাঁধতে হতে পারে রবি শাস্ত্রীর সাথে। কারণ আসন্ন আইপিএলে তারকা ধারাভাষ্যকারকে ফেরত আনতে চাইছে সম্প্রচারকারী সংস্থা। কমেন্ট্রি বক্সে শাস্ত্রীর সাবলীল ধারাভাষ্যর জুড়ি মেলা ভার। সেইসঙ্গে রায়না যুক্ত হলে প্রতিযোগিতার জৌলুস আরও বাড়বে।

X