২০২১ সালে IPL খেলা নিয়ে বড়সড় বার্তা দিলেন সুরেশ রায়না

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বাঁহাতি ভারতীয় তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। গত 15 ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন মহেন্দ্র সিং ধোনি অবসর এর কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন সুরেশ রায়না। তারপর এই বছর আইপিএলেও খেলেনি রায়না। তবে ফের প্রতিযোগিতা মূলক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন এই ভারতীয় ব্যাটসম্যান।

সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে দিয়েই ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন সুরেশ রায়না। জানা গিয়েছে এই মরশুমে উত্তরপ্রদেশের জার্সি গায়ে তিনি সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন রায়না। উত্তরপ্রদেশের হয়েই তিনি ফের 22 গজে কামব্যাক করবেন আর সেই জন্য তিনি উত্তরপ্রদেশ ক্যাম্পে যোগ দিতে চলেছেন আগামী কিছুদিনের মধ্যেই।

Raina IPL BCCI 571 855 2

জানা গিয়েছে ইতিমধ্যেই কানপুর পৌঁছে গিয়েছে রায়না। আগামী কাল এবং 15 তারিখ প্রস্তুতি ম্যাচে খেলবেন তিনি। এই প্রসঙ্গে রায়না জানিয়েছেন, “আমার লক্ষ্য উত্তরপ্রদেশকে আরও একটা ট্রফি জেতানো।” পাশাপাশি মুস্তাক আলি টিটোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই আগামী মরশুমে আইপিএল খেলার প্রস্তুতি শুরু করতে চাই সুরেশ রায়না।


Udayan Biswas

সম্পর্কিত খবর