সবরকমের ক্রিকেট থেকে অবসর নিয়ে দক্ষিণ আফ্রিকা ও UAE-র T-20 লিগে নামতে চলেছেন সুরেশ রায়না

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আচ্ছা, যদি মিস্টার আইপিএল কথাটি উচ্চারণ করা হয় তাহলে কার নাম উঠে আসবে আপনার মনে? প্রশ্নটাই অর্থহীন কারণ আমরা সকলেই জানি যে সুরেশ রায়নাই হলেন সেই ব্যক্তি যাকে আইপিএলে তার অসাধারণ পারফরমেন্সের কারণে মিস্টার আইপিএল নামে ডাকা হতো। কিন্তু গত দুই মরশুমে তাকে আইপিএলের মঞ্চে দেখা যায়নি। ২০২২-এর মেগা নিলামে তিনি অবিক্রিত ছিলেন। দেশের হয়ে আগেই তিনি অবসর নিয়েছিলেন দুই বছর আগে যখন মহেন্দ্র সিংহ ধোনিও ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

এবার তিনি নিজে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা স্পষ্ট করে দিলেন। কারণ হিসেবে জানা যাচ্ছে যে তিনি দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগ গুলিতে খেলতে চান যা একজন পেশাদার ভারতীয় ক্রিকেটার হিসেবে সম্ভব ছিল না। বিসিসিআই সেই অনুমতি দেয় না ভারতীয় ক্রিকেটারদের। তাই আনুষ্ঠানিকভাবে তিনি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন।

suresh raina 4

রায়না একটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেছেন, “আমি আরও দু-তিন বছর ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। উত্তরপ্রদেশের ক্রিকেটে বেশ কিছু তরুণ এবং প্রতিভাবান তারকা উঠে আসছেন। আমি তাদের জায়গা করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিলাম। ইতিমধ্যেই আমি উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে এনওসি নিয়ে নিয়েছি। আমি বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং সহ-সভাপতি রাজিব শুক্লাকেও আমার সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছি।”

রায়না আরও জানিয়েছেন যে তিনি রোড সেফটি সিরিজে অংশ নিতে চান। এছাড়া খুব দ্রুতই দক্ষিণ আফ্রিকার এবং তার সঙ্গে সঙ্গে শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হওয়া টি-টোয়েন্টি লিগের দল গুলোর সঙ্গে তার চুক্তির ব্যাপারে কথা এগোতে চলেছে। প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেললেও রায়না গত এক বছর ধরে গাজিয়াবাদে আইপিএল ক্রিকেট গ্রাউন্ডে নিয়মিতভাবে অনুশীলন করে যাচ্ছেন, যাতে তার দক্ষতাগুলো হারিয়ে না যায়।

রায়না ভারতের জার্সিতে ১৮টি টেস্ট, ২২৬টি ওডিআই এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন তার ১৩ বছরের কেরিয়ারে। মহেন্দ্র সিংহ ধোনির অবর্তমানে তিনি মাঝে মাঝে ভারতকে নেতৃত্বও দিয়েছেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি ক্রিকেটার তিন ফরম্যাটেই জাতীয় দলের জার্সি গায়ে শতরান করার গৌরব অর্জন করেছিলেন। ওডিআই ফরম্যাটে তার রান সংখ্যা ৫৬১৫ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ১৬০৫ রান করেছেন। এছাড়া ১২ বছর ধরে তিনি চেন্নাই সুপার কিংস দলের অংশ ছিলেন। আছে ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যখন চেন্নাই সুপার কিংস নির্বাসিত ছিল তখন তিনি গুজরাট লায়ন্সের অধিনায়ক হিসেবে আইপিএল ফেলেছেন এবং দুই দল মিলে মোট ২০৫ টি ম্যাচ খেলে তিনি ৫৫২৮ রান করেছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর