বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Corona Pandemic) মহামারীর প্রকোপ রোখার জন্য গোটা দেশে লকডাউন জারি আছে। আর এই লকডাউনের মধ্যে এমন এমন ঘটনা সামনে আসছে, যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য খুবই ক্ষতিকারক। তাবলীগ জামাতের সাথে যুক্তদের ঘটনা সামনে আসার পর একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করার কিছু ঘটনা সামনে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) পরিস্কার বলে দিয়েছেন যে, এই সঙ্কটের সময়ে কোন বিশেষ ধর্মকে দোষ না দিয়ে আমাদের এক হয়ে থাকতে হবে। কিন্তু এরপরেও, কিছু মানুষ আছে যারা এই কথা শুনতে নারাজ।
এবার ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) এক বিধায়কের ভিডিও সামনে এসেছে, যেখানে তিনি সবজি কেনা নিয়ে মানুষকে সাবধান করছেন। উত্তর প্রদেশের দেবরিয়া জেলার বরহজ বিধানসভা আসন থেকে BJP’র বিধায়ক সুরেশ তিওয়ারির (suresh tiwari) ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। বিজেপির বিধায়ক কিছু মানুষদের বলছেন যে, ‘একটা কথা মাথায় রেখে দাও, আমি সবাইকে খোলাখুলি বলছি, কেউ মুসলিমদের থেকে সবজি কিনবে না।”
BJP MLA Suresh Tiwari told people in Deoria district not to purchase vegetables from Muslim vendors.
"Keep one thing in mind, I am telling everyone openly, no one should purchase vegetables from Miyas [Muslims]," he is seen telling people, including govt officials. pic.twitter.com/1K8YkSFBez— Mohammed Zubair (@zoo_bear) April 28, 2020
বিধায়ক যখন এই কথা বলছিলেন, তখন ওনার ভিডিও কেউ তুলে নেন আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এরপর ওনাকে একজন জানান যে, এই নিয়ে দিল্লীতে একটি মামলা দায়ের হয়েছে। ওই ব্যাক্তি জানান যে, দিল্লীতে এক মুসলিম সবজিওয়ালার নাম জিজ্ঞাসা করে তাঁকে মারধর করা হয়। আর ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর ওই মারধর করা ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। যদিও, এরকম ঘটনা দেশের অন্যান্য অংশ থেকেও সামনে আসছে।
সম্প্রতি জামশেদপুরের ফলের দোকানে বিশ্ব হিন্দু পরিষদের পোস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই পোস্টারে হিন্দু ফলের দোকান লেখা ছিল। পোস্টারের কারণে জামশেদপুর পুলিশ দোকানদারদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মেরঠের একটি হাসপাতালে বিজ্ঞাপন ছাপা হয় যে, মুসলিমরা এখানে করোনার পরীক্ষা করিয়েই যেন আসে। মুম্বাইয়ের এক ডেলিভারির বয় মুসলিম হওয়ার কারণে ওনার থেকে অর্ডার করা সামগ্রী নিতে অস্বীকার করেন এক ব্যাক্তি। এছাড়াও দিল্লী থেকে আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সবজিওয়ালাদের আধার কার্ড দেখে তাদের এলাকায় ঢুকতে দেওয়ার কথা বলা হচ্ছে।