আজ তৃণমূলে যোগ দিচ্ছেন দাপুটে বিজেপি নেতা, গেরুয়া শিবিরে ছিলেন জেলা সভাপতির ভূমিকায়

বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগেই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। তারপর শাস্তির মুখে পড়ে বহিষ্কার করেছিল দল। এবার সেই হাওড়া সদরের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা যোগ দিতে চলেছেন তৃণমূলে।

পুরভোটের সাংগঠনিক কাজকর্ম শুরু করার সময় হাওড়া কর্পোরেশনের নির্বাচনী কমিটির কেন্দ্রে রাখা হয়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যুক্ত হওয়া হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। আর এই বিষয়টাই মেনে নিতে পারেননি সুরজিৎ সাহা। এরপর বিজেপিকে তৃণমূলের বি টিম বানিয়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

tmc vs bjp 1609482776

সুরজিৎ সাহার এই সমস্ত কথা কানে আসতেই দলের অভ্যন্তরীণ মিটিংয়ে এই বিষয়ে সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। আর এরপরই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বিতর্কিত মন্তব্য করে বসেন সুরজিৎ সাহা। তিনি বলেন, ‘মাত্র ৬ মাস আগে তো বিজেপিতে এসেছেন। নারদার টাকা ওনার হাতে নিতেও দেখা গিয়েছে। কই বিজেপির অন্য কোন নেতার ক্ষেত্রে তো এমনটা দেখা যায়নি। ওনাকে আগে ওনার সততার প্রমাণ দিতে হবে। সেইসঙ্গে হাওড়ার নেতাদের সঙ্গে তৃণমূলের নেতাদের যে যোগ আছে, তা প্রমাণ করতে হবে, নাহলে এসে ক্ষমা চাইতে হবে শুভেন্দুকে’।

এসবের পর বিজেপি থেকে বহিষ্কার করা হয় হাওড়া সদরের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহাকে। জানা গিয়েছে, গতমাসে গেরুয়া শিবির থেকে বহিষ্কার হওয়ার পর এবার তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন সুরজিৎ সাহা। আরও শোনা গিয়েছে, বৃহস্পতিবারই অর্থাৎ আজই নাকি শরত্‍ সদনে তিনি সবুজ শিবিরের এক সৈনিক হিসাবে নিযুক্ত হতে চলেছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর