বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে রানিং ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। কত সিরিয়ালই এল গেল, কত ধারাবাহিক মাত্র কয়েক মাসেই ফুরিয়ে গেল। কিন্তু অনুরাগের ছোঁয়া শ হওয়ার নামই নেই। মিশকাও অক্লান্ত পরিশ্রম করে চলেছে দীপা আর সূর্যর বিরুদ্ধে চক্রান্ত করতে। তবে এবার দর্শকদের সুদীর্ঘ অপেক্ষা শেষ করে এক হল সূর্র দীপা আর তাদের দুই মেয়ে সোনা আর রূপা। সামনে এল রূপার আসল পরিচয়।
অনুরাগের ছোঁয়ায় (Anurager Chhowa) ফের মিশকা বনাম দীপা
অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) দর্শকরা জানেন, রূপার দৃষ্টি ফেরাতে হয়েছে চোখের অপারেশন। কিন্তু সেখানেও বাদ সাধে মিশকা। রূপা যাতে আর কোনোদিন দৃষ্টি ফেরত না পায় তার জন্য ফের নতুন ষড়যন্ত্র করে সে। এদিকে রূপাকে বাঁচাতে গিয়ে মিশকার ষড়যন্ত্রের শিকার হয় দীপা।
ফাঁস হয় রূপার পরিচয়: বড় আঘাত পেয়ে কোমায় চলে যায় দীপা। কিন্তু মাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর রূপা বাধ্য হয় নিজের আসল পরিচয় সামনে আনতে। দীপাকে সে বলে, নিজের মেয়ের ডাক শুনেও যদি সে না ওঠে তাহলে নিজেকে শেষ করে দেবে রূপা। পরজন্মেই তাদের মিলন হবে। রূপার ডাকে কোমা থেকে ফিরে আসে দীপা।
আরো পড়ুন : ফের নতুন সিরিয়ালের আমদানি জলসার, কামব্যাক করলেন জনপ্রিয় নায়িকা! কার কপাল পুড়বে এবার?
সেনগুপ্ত পরিবারের মিলনে খুশি দর্শক: এর মধ্যেই সেখানে এসে হাজির হয় সূর্য আর সোনা। এদিকে রূপার আসল পরিচয়ও সবার সামনে চলে আসায় হারানো মেয়েকে বুকে জড়িয়ে ধরে রূপা। সূর্যও কান্নায় ভেঙে পড়ে। চারজনকে একসঙ্গে দেখে খুশি দর্শকরাও। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) কি তবে শেষের মুখে এসে পৌঁছেছে?
আরো পড়ুন : ফুলকি-গীতা সবাই ফেল, আঞ্চলিকতায় ভর করেই TRP টপার ‘পারুল’, আপ্লুত ঈশানী
দর্শকদের একাংশও কার্যত বিরক্ত দীপা মিশকার লড়াই দেখতে দেখতে। অনেকেই চাইছেন, এবার শেষ হোক এই ধারাবাহিক। কিন্তু সত্যিই কি তা হবে? নাকি ফের আসবে নতুন কোনো টুইস্ট? গুঞ্জন শোনা যাচ্ছে, এবার নাকি সোনাই হাত মেলাবে মিশকার সঙ্গে। কী আসতে চলেছে আগামীতে তার উত্তর শুধু রয়েছে সময়ের কাছে।