বাংলা হান্ট ডেস্কঃ তৃতীয় দফার ভোট প্রস্তুতি তুঙ্গে। সমস্ত রাজনৈতিক দলগুলোই দলীয় প্রার্থীকে জয়ী করতে প্রচারে নেমে পড়েছে। আর সেই ক্রমেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র গতকাল হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার ফরোয়ার্ড ব্লক প্রার্থী প্রণব ঘোষের সমর্থনে চুঁচুড়ার বক্সিং গ্রাউন্ডে একটি সভা করেন। ওই সভা থেকে তিনি একযোগে তৃণমূল এবং বিজেপিকে নিশানা করেন। এবং বাম ছেড়ে বিজেপিতে চলে যাওয়া কর্মী সমর্থকদের আবারও বামে ফিরে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ‘যে সকল মানুষ তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আর বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তাঁরা আবারও বামে ফিরে আসুন।” তিনি ২০১৯-এর লোকসভার নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, সেই সময় বাম-কংগ্রেসের জোট ছিল না সেই কারণে রাজ্যে দ্বিমুখী লড়াই হয়েছিল। আর এই কারণে গরিব মানুষ দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু এবার সেটা হবে না।
ওয়াকিবহাল মহলের মতে উনিশের লোকসভা ভোটে বিজেপির উত্থানে বাম ভোটারদের ভূমিকা অনেক বড় ছিল। কারণ উনিশের লোকসভায় তৃণমূল আসন কম পেলেও তাঁদের ভোট মাত্র ১ শতাংশ কমেছিল। আর বিজেপির ভোট ১০ শতাংশ বেড়েছিল। বিজেপির এই বর্ধিত ভোটের সিংহভাগই বামেদের থেকে গিয়েছিল। সেই সময় বাংলায় মাত্র ৭ শতাংশ ভোট পেয়েছিল বামেরা আর আসন ছিল শূন্য। বিজেপির এই উত্থানের পিছনে বামেদের ভোটারদের অবদান অনস্বীকার্য আর সেই ধারণা আলিমুদ্দিনেরও আছে। সেই কারণে সূর্যবাবু এবার বাম ছেড়ে রামে চলে যাওয়া ভোটারদের আবারও বামেদের দিকে ফেরাতে বদ্ধপরিকর হয়েছে।
লোকসভায় বিজেপির অভূতপূর্ব ফলের জন্য শাসক দল বরাবরই বামেদের দোষ দিয়ে এসেছে। যদিও আলিমুদ্দিন প্রকাশ্যে একথা কোনদিনও স্বীকার করেনি। তাঁরা পাল্টা শাসক দলকে বলেছে, তৃণমূলের কারণেই বাংলায় বিজেপির এত বাড়বাড়ন্ত। কিন্তু গতকাল সূর্যকান্ত মিশ্র কার্যত স্বীকার করে নিলেন যে, উনিশে ওনাদের ভোটের কারণেই বিজেপি সাফল্য অর্জন করেছিল। তবে এবার আর সেই ভুল হতে দিতে চান না তিনি।