আব্বাসদের ছাড়বে না বামেরা, সাফ বার্তা সূর্যকান্ত মিশ্রর

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের পূর্বে বাংলায় কর্তৃত্ব করার স্বপ্ন দেখে, কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট বেঁধেছিল বামেদের দল। কিন্তু নির্বাচন শেষে দেখা যায়, স্বাধীনতার পর এই প্রথমবার বাম কংগ্রেস শূণ্য বিধানসভা দেখল বাংলার মানুষ। তবে আইএসএফের সঙ্গে জোট করার প্রসঙ্গে প্রথম থেকেই নানারকম প্রশ্ন উঠেছিল বামেদের অন্দরেই।

নির্বাচনে হার থেকে শুরু করে মানুষের মধ্যে বামেদের সম্পর্কে ভিন্ন ধারনার জন্ম নেওয়া, সবকিছুর জন্যই আইএসএফকে দায়ী করেছিল একাংশ। কিন্তু আইএসএফের দিকে যতই অভিযোগের আঙ্গুল উঠুক না কেন, জোট সঙ্গীকে ছাড়তে নারাজ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। আইএসএফকে সঙ্গে নিয়ে থাকার কথা স্পষ্ট ভাবেই জানিয়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক।

1606365542 5fbf316623ee8 surya kanta mishra

নির্বাচনের ফলাফলে নিশ্চিহ্ন হবার পর বাম শরিকদের একাংশ দাবী করেছিল, জোটকে ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। কংগ্রেস ও আইএসএফকে নিয়ে একসঙ্গে লড়াইয়ের মাঠে অংশ নেওয়ায়, সমর্থকরা কিছুটা বিক্ষুব্ধ দলের প্রতি। সেই কারণেই, তার প্রভাব পড়েছিল ভোট বাক্সে। তাই এখন কংগ্রেস ও আইএসএফকে ছেড়ে দিয়ে সিপিএমের পৃথকভাবে লড়াইয়ে অংশ নেওয়া উচিৎ।

সব সমালোচনা পর্যালোচনাকে একপাশে সরিয়ে রেখে আইএসএফ ইস্যুতে এক বড় ঘোষণা করলেন সূর্যকান্ত মিশ্র। শনিবার আলিপুরদুয়ারে জেলা কমিটির বৈঠকে যোগ দিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘তৃণমূল এবং বিজেপিকে কোণঠাসা করতে, ধর্মনিরপেক্ষ দলগুলির একত্রিত হওয়ার জন্যই এই জোট গঠন। তবে এই বিষয়ে ফ্রন্টের কারো খারাপ লাগলে, কিছু করার নেই। বামফ্রন্টের বৈঠক রয়েছে ২১ শে জুলাই, এবিষয়ে আলোচনা করা হবে। আইএসএফকে নিয়ে তৈরি হওয়া সংযুক্ত মোর্চা ভাঙা হবে না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর