বিজেপির সঙ্গে জোট করলে দল ছাড়তে হবে! বাম কর্মীদের চরম হুঁশিয়ারির সূর্যকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোট প্রস্তুতিতে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সেইমত শাসকদলকে পরাজিত করতে অনেক জায়গায় আবার তৈরী হয়েছে বাম-বিজেপি (CPM-BJP) জোট। সেই নিয়ে কটাক্ষের সুর চড়াতেও দেরী করেনি তৃণমূল শিবির। তবে এবার রাম- বাম জোট নিয়ে নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন খোদ সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। হোক পঞ্চায়েত, পৌরসভা বা বিধানসভা রাম-বাম জোট করলে দল ছাড়তে হবে বলে দলের কর্মীদের পরিষ্কার হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে একাধিক জায়গায় বিজেপির সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছে লাল বাহিনী। পরিকল্পনামত কয়েকটি জায়গাতে সাফল্যও এসেছে। মিলে-মিশে গেছে রাম-বাম কর্মী সমর্থকরা। এই আবহে রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও সেই একই ছবি দেখা যাবে। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে এদিন কড়া ভাষায় দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিলেন সূর্যকান্ত মিশ্র।

কী বললেন হেভিওয়েট সিপিআইএম নেতা? এদিন সূর্যকান্ত মিশ্র বলেন,’যদি কেউ মনে করেন যে, বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটানো যাবে বা উল্টো দিকেও কিছু আছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে রুখতে হবে— এই রকম কেউ থাকলে লাল ঝান্ডার পার্টিতে তাঁর জায়গা নেই। এটা বার্তা ছড়িয়ে দিতে হবে সব জায়গায়।’

cpm bjp flag

অন্যদিকে শনিবার নন্দীগ্রাম দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। সেখানে তিঁনি বলেন, তাঁর জয়ে ‘হিন্দু-বামপন্থীদের’ হাত রয়েছে। এরপরই দলনেতার কথায় শুরু হয় জোর চৰ্চা। তবে সমস্ত চর্চার অবসান করে সূর্যকান্ত মিশ্র এদিন আবারও একবার জানান দিলেন, যে শাসকদলকে রুখতে রাম-বামে জোটে একেবারেই সায় নেই তাঁর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর