শক্তিগড়ে সুরজিৎদের গাড়িতে ট্রাকের ধাক্কা, সোশ‍্যাল মিডিয়ায় খবর দিলেন গায়ক

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক খারাপ খবর আসছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে। সকালে অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়ের মৃত‍্যুর খবর সবাইকে নাড়িয়ে দিয়েছে। আবার গতকাল বুধবার সকালে পথ দুর্ঘটনার সম্মুখীন হলেন গায়ক সুরজিৎ (Surojit) ও গানের দল ‘সুরজিৎ ও বন্ধুরা’র সদস‍্যরা। শক্তিগড়ের কাছে তাঁদের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের।

জানা যাচ্ছে, বাঁকুড়ার একটি কলেজে গানের অনুষ্ঠানের জন‍্য যাচ্ছিলেন সুরজিৎ ও তাঁর দলের সদস‍্যরা। দুপুরে ওই অনুষ্ঠান হওয়ার কথা। তাই সকালেই কলকাতা থেকে রওনা হয়ে গিয়েছিলেন তাঁরা। একটি গাড়িতে সুরজিৎ সহ দলের অন‍্য সদস‍্যরা ছিলেন এবং অন‍্য গাড়িতে রাখা ছিল বাদ‍্যযন্ত্রগুলি।


জানা যাচ্ছে, শক্তিগড়ের কাছে একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। সেটি ছিল বাদ‍্যযন্ত্রের গাড়ি। সঙ্গে সঙ্গে সুরজিৎ ও দলের সদস‍্যরা গাড়ি থামিয়ে পৌঁছান ওই গাড়িটির কাছে। ওই গাড়িতে দলের কোনো সদস‍্য না থাকলেও গাড়ি চালককে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন সকলে।

তবে চালক অক্ষতই আছেন বলে জানান সুরজিৎ। গাড়ির ক্ষতি হয়েছে বটে, তবে বাদ‍্যযন্ত্রগুলি ঠিক আছে। গায়ক জানান, যে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লেগেছিল তার চালক পালানোর চেষ্টা করেননি। ওখান থেকেই সকলে শক্তিগড় থানায় যান। সেখান থেকে অন‍্য একটি গাড়ি নিয়ে পৌঁছান অনুষ্ঠানে। কারোর বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি বলেই জানিয়েছেন সুরজিৎ।

অনুরাগীদের আশ্বস্ত করে সোশ‍্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, একটা ছোট দুর্ঘটনা ঘটেছিল। তবে সবার আশীর্বাদে সুরজিৎ ও বন্ধুরার সদস‍্যরা সুরক্ষিত আছেন। তাঁরা সকলেই সাবধানে বাড়ি ফিরে এসেছেন। সকলে যে তাঁদের জন‍্য চিন্তা করছিলেন সে জন‍্য তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন গায়ক।


Niranjana Nag

সম্পর্কিত খবর