আশ্চর্যজনক ঘটনা: দুই যমজ বোন সব বিষয়ে পেয়েছেন একই নাম্বার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। যেখানে যমজ বোন একই নম্বর পেয়ে তাক লাগাল। মানসী এবং মানভী, এনারা উভয় পরীক্ষায় সমান নম্বর পেয়েছে। ৯৫.৮% শতাংশ নম্বর পেয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh)।

জানা গিয়েছে, হাতরাশের কোতোয়ালি গেট এলাকার সেকেট কলোনির বাসিন্দা সুচেতন রাজ সিং ও জয়া সিংহের যমজ মেয়ে মানসী ও মানভী। যারা দুজনেই গ্রেটার নয়ডার অ্যাস্টার পাবলিক স্কুলের শিক্ষার্থী। সোমবার সিবিএসই-র ফলাফল প্রকাশিত হলে দেখা গেল যে দুই বোনই ৯৫.৮% শতাংশ নম্বর পেয়েছে।

মানসী এবং মানভী যমজ বোন। দুটি মুখ একে অপরের সাথে সমান, এই ক্ষেত্রে, তাদের বুদ্ধিও একই। দ্বাদশ পরীক্ষায় উভয়েরই একই নম্বর রয়েছে। উভয়ই সব বিষয়ে সমান নম্বর পেয়ে পাশ করেছে।

মানসী বলেন, আমরা দুই বোন একসঙ্গে পড়াশুনা করতাম। আমরা নবম শ্রেণি থেকে দুজনেই অ্যাস্টর পাবলিক স্কুল গ্রেটার নয়ডায় পড়াশোনা করছি। দুজনেই ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই। আমরা ব্যাডমিন্টন খেলতে খুব পছন্দ করই।

এর আগের বছরের পরীক্ষায় মানসী ও মানভীর মধ্যে মাত্র এক শতাংশের পার্থক্য ছিল। মানভী ৯৮ শতাংশ এবং মানসী পেয়েছেন ৯৭%  শতাংশ নম্বর পেয়েছিলেন। আশ্চর্যজনক ঘটনার প্রমাণ দিলেন মানসী এবং মানভী।

X