অবাক কান্ডঃ যেই বয়সে এই শিশু পিএইচডি করছে আপনি হয়তো সে বয়সে বিদ্যালয়ের গন্ডিও পেরোতে পারেননি!

 

বাংলা হান্ট ডেস্ক:  শিক্ষা একটা এমন জিনিস যা কোন সময় বয়সকে বুঝতে দেয় না। উনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের জনক। বাঙালি জীবনের স্মারক দরিদ্র পরিবারের মেয়েদের মধ্যে জীবন কাটিয়ে বিদ্যাসাগর বাঙালি জাতিকে শিখিয়েছিলেন আত্মবিশ্বাস করে কিভাবে ব্যক্তিত্বশালী পুরুষ হওয়া যায়। সেজন্য রবীন্দ্রনাথ বলেছেন “দয়ার সাগর বিদ্যাসাগর নামে বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত হইয়া রহিলেন”

৯ বছর বয়সে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন ।পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছে লরেন্ট। নেদারল্যান্ডের ‘এইনদোফেন ইউনিভার্সিটি অব টেকনোলজি’ (টিইউই) থেকে এ ডিগ্রি দেওয়া হয় লরেন্টকে।

Laurent Simons

এটা কোন বিদ্যাসাগরের গল্প নয়। বাঙালিয়ানার কৃতিত্বের গল্প নয়। এখানে এক খুদের। জীবনীতে উঠে এসেছে। এক অসম্ভব ঈশ্বর প্রদত্ত ক্ষমতা।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লরেন্টের প্রতিভা নিয়ে কথা বলেন তার বাবা আলেকজান্ডার সিমন্স।

লরেন্টেকে গণমাধ্যমের সামনে আনতে আপত্তি রয়েছে তাদের। পরে, প্রতিবেদকের অত্যধিক আগ্রহের কারণে তারা শিশুটির সংক্ষিপ্ত সাক্ষাৎকারের ব্যাপারে সম্মতি দেন।

লরেন্ট জানিয়েছে, যে কোনো কিছু খুব সহজেই আয়ত্ত করতে পারে সে। ভালো লাগে নতুন বিষয়ে পড়াশোনা করতে। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করলেও কিছুদিন মেডিসিন বিষয়ে জ্ঞানার্জনের ইচ্ছা রয়েছে তার।

Piyali

সম্পর্কিত খবর