নিজেদের অস্তিত্ব সংকটে,এদিকে সূর্যকান্ত মিশ্রর মুখে মোদী- শাহ কে জেলে পোরার কথা

 

বাংলা হান্ট ডেস্ক : শতাব্দীর সূর্য আজি অস্তমিত। হ্যাঁ ভুল ভাববেন না এই সূর্য বলতে আকাশের সূর্য কে বোঝানো হয়েছে। বহু সামাজিক সমস্যা জর্জরিত ধূলির ধরণীতে পিছনে ফেলে আজ 21 শতকের পথে। বড় দুর্বিষহ এই পুরনো শতাব্দি। বিজ্ঞানের কল্যাণে মানব সভ্যতার গৌরবের চরম শিখরে উঠেছে সত্য কিন্তু নানা সমস্যার অক্টোপাস তাদের জীবনকে বেঁধে ফেলেছে। আসছে ফিরে আজ সেখানে উদ্ভব হয়েছিল এক নতুন প্রজন্মের। নতুন প্রজন্মের সাথে পুরোনো প্রজন্মের নীতির লড়াই যেন দিনকে দিন বেড়ে চলেছে। প্রশ্ন আসে বর্তমান পরিস্থিতিতে এনআরসি কতটা কার্যকর তা নিয়ে মতবিরোধ থাকতেই পারে। তবে আসামে এনআরসি নিয়ে যেভাবে তোলপাড় চলছে তাতে বলা যেতেই পারে তাদের দঢোক গিলতে হয়েছে বড় বড় বিজেপি নেতাদের। বলতে বাধ্য হয়েছে শুধু হিন্দুদের জন্য এনআরসি কোন বাধ্যতামূলক নয় ধরনের বক্তব্য। হাওড়ায় দলীয় সমাবেশে এসে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক নীতির সমালোচনা করলেন সূর্যকান্ত মিশ্র ।

narendra modi and amit shah

 

তিনি বলেন, ” EVP , CAB বিভিন্ন নামকরণ করে সাধারণ মানুষকে প্রমাণ দিতে বলা হচ্ছে যে তিনি এই দেশের নাগরিক । তারপর তিনি নিয়ে আসবেন NRC ৷ এই সমস্ত কাজের জন্যই তো নরেন্দ্র মোদি, অমিত শাহকে জেলে পোরা উচিত ।” মানুষ ই হল পৃথিবীর শেষ আগন্তুক। জোটের মস্তিষ্ক আর অনুসন্ধিত্সু মন যে এই বিষয়টিকে নিয়ে কতদূর জল ঘোলা করতে পারে তা ভোট না আস্লে কোন সময় বোঝা যাবেনা। স্তম্ভটি তো আসলে রণতরী দেশের হাজার হাজার রাজনৈতিক নেতারা পার হন তাতে।

সম্পর্কিত খবর