বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত বছরটা কেটেছিল অসাধারণ। নিজেকে ভারতীয় দলের টি-টোয়েন্টি দলের সম্পদ হিসাবে প্রতিষ্ঠা করার পাশাপাশি দেশে ও বিদেশের মাটিতে একাধিক অভূতপূর্ব ইনিংস। ২০২২ সালটা তার কেরিয়ারের সেরা সময় ছিল, এমনটা বলতেই পারেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু চলতি বছরে হিসেবটা যেন সম্পূর্ণ বদলে গিয়েছে। ক্রমে ক্রমে যেন জাতীয় দল এবং আইপিএলে (IPL 2023) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোঝা হয়ে উঠছেন স্কাই।
চলতি বছরে দেশের মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। তার আগে শ্রেয়স আইয়ারের চোট তার জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল। একাধিকবার সুযোগ পেয়েছিলেন ওডিআই দলে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিনটি গোল্ডেন ডাক করে তিনি নিজেকে চূড়ান্ত ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। এবার আইপিএলেও সেই ধারা রয়েছে অব্যাহত।
আজ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংসের। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে বিশ্রীভাবে হেরে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল তারা। ওই ম্যাচে ১৬ বল খেলে মাত্র ১৫ রান করেছিলেন সূর্যকুমার। এরপর আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও ২ বলে ১ রান করে তিনি ধরা পড়লেন ধোনির দস্তানায়। ২০২৩ সালের শুরুটা অত্যন্ত খারাপ ভাবে করেছেন তিনি।
নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে ধোনিদের বিশাল বড় টার্গেট দিতে পারেনি, মুম্বাই ইন্ডিয়ান্স। প্রাথমিকভাবে দীপক চাহার, সিসান্ডা মাগালাদার বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা এবং ঈশান কিষান। কিন্তু স্পিনাররা আসতেই পরিস্থিতি বদলে যায় সম্পূর্ণরূপে। পাওয়ার প্লে-তে ১ উইকেট খুঁইয়ে ৬১ রান করা মুম্বাই তারপরে ১৫ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ফেলে।
তিলক ভার্মা (২২), টিম ডেভিড (৩১) ও ঋত্বিক শকিনের (১৮*) ব্যাটে ভর করে শেষপর্যন্ত ১৫৭ রান তুলতে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। অসাধারণ বোলিং করেছিলেন চেন্নাই সুপার কিংসের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা (৩/২০) এবং মিচেল স্যান্টনার (২/২৮)। কিন্তু পেসারদের ব্যর্থতায় তাদেরকে ১৫০ রানের নিচে আটকাতে পারেননি ধোনি।