বাংলা হান্ট ডেস্কঃ এবারের মত শেষ হয়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএলের যাত্রা। সানরাইজার্স হায়দ্রাবাদকে শেষ ম্যাচে হারিয়ে ১৪ পয়েন্টে পৌঁছালেও নেট রানরেটে কলকাতার তুলনায় অনেকখানি পিছিয়ে ছিল মুম্বাই আর সেই কারণেই শেষ পর্যন্ত আইপিএল প্লে অফস খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের। যদিও আইপিএলের থেকেও বড় লক্ষ্য এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ অক্টোবর থেকে আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে বিরাটদের বিশ্বজয়ের লড়াই।
ভারতের বিশ্বকাপ দলে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বেশকিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একদিকে যেমন রয়েছেন রোহিত শর্মা, তেমনি রয়েছেন সূর্য কুমার যাদব, ঈশান কিশান, রহুল চাহাররাও। বিশেষত সূর্যকুমারের পারফর্মেন্স একেবারেই ভালো যায়নি এই আইপিএলের দ্বিতীয় পর্ব জুড়ে। কেবলমাত্র একটি ম্যাচেই মারকুটে সূর্য কুমারের ঝলক দেখতে পেয়েছেন সমর্থকরা। হায়দ্রাবাদের বিরুদ্ধে ৮২ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন সূর্যকুমার। একই ম্যাচে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঈশানও।
আইপিএল থেকে বেরিয়ে গেলেও এবার তার মূল লক্ষ্য যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জানাতে কোন দ্বিধা করলেন না সূর্য কুমার যাদব। নিজের পরিকল্পনা খুলে বলতে গিয়ে তিনি বলেন, “আমার যতটা ভালো করা উচিত আমি করছি। শেষ পর্যন্ত, শো চলতে হবে এবং যাই হোক না কেন, মুখে হাসি থাকা উচিত। আমাদের হারানোর কিছু নেই। আমরা একটি লক্ষ্য নির্ধারণ করেছি যার পিছনে আমাদের যেতে হবে। পিচ ভালো ছিল। বিজয়ী হতে পারলে নিশ্চয়ই ভালো লাগতো। বিশ্বকাপ একটি বড় টুর্নামেন্ট। আমরা এখন আর কিছুই পরিবর্তন করতে পারি না। প্রক্রিয়া এবং রুটিন সব একই থাকবে। আমি এর জন্য প্রস্তুতি নিচ্ছি।”
ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার রোহিত শর্মাও আইপিএলের এই পর্বে সেভাবে রান পাননি। অন্যদিকে শেষ চারে পৌঁছাতে পারেনি তার দলও। তবে রোহিত জানান,নিজের খেলোয়াড়দের সবসময় এভাবেই সমর্থন দিয়ে যাবেন তিনি। অন্যদিকে রান পেয়েছেন ঈশানও। মাত্র ১৬ বলে দ্রুততম অর্ধশতক পূরণ করেছেন তিনি। ব্যাটারদের এই ফর্ম আগামী বিশ্বকাপে ভারতকে অনেকটা সাহায্য করবে বলেই মনে করেন রোহিত।