নাচ দেখেই প্রেমে পড়ে গিয়েছিলেন, রইলো সূর্যকুমার যাদবের ভালোবাসার চমকপ্রদ কাহিনী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করে ভারতকে প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। কিন্তু শেষ পর্যন্ত উল্টোদিক থেকে কোন সাহায্য না পাওয়ায় তার লড়াই বৃথাই যায় বলতে গেলে। কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন যে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হতে চলেছেন।

কালকের অভাবনীয় ইনিংসের পর থেকেই সূর্যকুমার যাদব আলোচনায় রয়েছেন। যারা ফিকেট নিয়মিতভাবে দেখতে পারেন না তারাও সূর্যকুমারকে নিয়ে এখন আলোচনায় মগ্ন। আলোচনায় উঠে আসছে তার ব্যক্তিগত জীবনও। ব্যক্তিগত জীবনে উঠে আসলে যে তার জীবনের প্রেমপর্ব উঠে আসবে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার।

devisha shetty 4

সূর্যকুমার যাদব একজন বিবাহিত ক্রিকেটার তার স্ত্রী এর নাম দেবীশা শেট্টি। জন্মসূত্রে তিনি মুম্বাইয়ের হলেও আসলে বংশগত ভাবে তিনি একজন দক্ষিণ ভারতীয়। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল অব্দি লাইটহাউস প্রজেক্ট নামক একটি বিখ্যাত স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। কাজের পাশাপাশি ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত বড় অনুরাগী ছিলেন এবং নিজেও একজন দুর্দান্ত নৃত্যশিল্পী ছিলেন। সূর্যকুমার যাদব এবং দেবিশা-র প্রেমের সূত্রপাত এক নৃত্যনুষ্ঠান থেকেই।

একই কলেজের ছাত্র ছিলেন দেবীশা এবং স্কাই। কলেজের একটি অনুষ্ঠানে দেবিকার নাচ দেখে মুগ্ধ হন ভারতীয় তারকা। দেবীশাও সূর্যকুমারকে পছন্দ করতেন। এরপর তারা ঘনঘন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে শুরু করেন। পাঁচ বছর তাদের প্রেমপর্ব চলে এবং অবশেষে ২৯শে মে ২০১৬ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সূর্য কুমারের ম্যাচ থাকলে আজও গ্যালারিতে থেকে তাকে উদ্বুদ্ধ করতে দেখা যায় তার স্ত্রী দেবীশাকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর