বাংলা হান্ট নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদব হয়তো এই সময় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ফর্মে থাকা ক্রিকেটার। পৃথিবীর প্রতিটা কোনায় ব্যাটাতে নিজের দক্ষতার প্রমাণ রাখছেন দিনে। মাত্র এক বছরের মধ্যেই যেন ভারতীয় ক্রিকেটের ‘পোস্টার বয়’ হয়ে ওঠার অত্যন্ত কাছাকাছি চলে এসেছেন মুম্বাইয়ের এই ক্রিকেটার। দেরিতে হলেও জাতীয় দলের সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে কোনও সুযোগই হাতছাড়া করছেন না তিনি।
নিউজিল্যান্ড সফরে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রায় একার হাতে ভারতীয় ব্যাটিং লাইনআপকে টানেন সূর্য। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের দ্বিতীয় শতরানটি করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। চলতি বছরেই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন। এবার নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন স্কাই।
সীমিত ওভারের ক্রিকেটে সূর্যকুমারের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে একেবারেই নিশ্চিন্ত থাকা যায়। কিন্তু ক্রিকেটের মূল গরিমা যেখানে, সেই টেস্ট ফরম্যাটে তিনি কবে সুযোগ পাবেন? এর আগে দুবার তাকে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছিল। কিন্তু কোনওবারই ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি তিনি। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন স্কাই স্বয়ং।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকুমার জানিয়েছেন, “আসবে, শীঘ্রই টেস্ট ফরম্যাটে খেলার সুযোগও আসবে। আমরা যখন ক্রিকেট খেলা শুরু করি ঘরোয়া পর্যায়ে, তখন আমাদের লাল বলেই খেলতে হতো। মুম্বাইয়ের হয়ে আমি দীর্ঘদিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি। কাজেই ওই ফরম্যাটে কিভাবে খেলতে হয় সে সম্পর্কে আমার ভালোই ধারণা রয়েছে। আশা করছি খুব শীঘ্রই আমার সুযোগ আসবে।”
তিনি আরও বলেছেন, “আমি যখনই নিজের স্ত্রী বা বাড়ির লোকেদের সঙ্গে কোথাও যাতায়াত করি তখন আমি তাদের সঙ্গে আমার দু তিন বছর আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি কেমন সেই নিয়ে কথা বলি। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য আমাকে সবসময়ই বেশ কিছুটা অপেক্ষা করতে হয়েছে। স্বাভাবিকভাবেই আমি কিছু সময় হতাশার মধ্যেও কাটিয়েছি। কিন্তু ওই কঠিন সময়টাই আমাকে একজন ক্রিকেটার হিসেবে আরও পরিণত করে তুলেছে।”