বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর প্রতিটি খেলোয়াড়কে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকে টিম ইন্ডিয়ার একাধিক বড় খেলোয়াড় বুচি বাবু টুর্নামেন্টে খেলছেন। এর মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। তিনি সম্প্রতি টিএনসিএ ইলেভেনের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে একটি ম্যাচ খেলেছেন। এদিকে, মাত্র একটি ম্যাচেই তাঁর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাঁকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হয়েছে।
গুরুতর চোটের সম্মুখীন সূর্যকুমার (Suryakumar Yadav):
মূলত, টিএনসিএ ইলেভেনের বিপক্ষে খেলতে গিয়ে লেগ স্লিপে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। এই কারণে দলীপ ট্রফিতে তাঁর খেলা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে। শুধু তাই নয়, সময়মতো চোট সারাতে না পারলে দলীপ ট্রফির দল থেকে বাদ পড়তে হতে পারে তাঁকে (Suryakumar Yadav)।
Wishing you a speedy recovery @surya_14kumar
May God bless you with good health always #SuryaKumarYadav pic.twitter.com/nj86wKR6Wu— sheenu. (@onlyskymatters) August 30, 2024
গায়কোয়াড়দের দলে বড় ধাক্কা: জানিয়ে রাখি, দলীপ ট্রফি দিয়ে শুরু হতে চলেছে BCCI-এর নতুন মরশুম। এই টুর্নামেন্টের জন্য ৬০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। তাঁদের ১৫ জন হিসেবে চারটি দলে ভাগ করা হয়েছে। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দল সি-তে রাখা হয়েছে। যার অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। এদিকে, এই টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। যা অনন্তপুর এবং বেঙ্গালুরুতে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তবে, বুড়ো আঙুলের চোট থেকে সূর্য সেরে না উঠলে বড় ধাক্কার সম্মুখীন হবে গায়কোয়াড়দের দল।
আরও পড়ুন: নতুন মাসের শুরুতেই বড় ঝটকা! ফের বাড়ল LPG সিলিন্ডারের দাম, টান পড়বে পকেটে
বুচি বাবু টুর্নামেন্টে ফ্লপ: উল্লেখ্য যে, বুচি বাবু টুর্নামেন্টে, টিএনসিএ ইলেভেন মুম্বাইকে ২৮৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে। এই হারের জেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মুম্বাই। ওই ম্যাচে বিশেষ কিছু দেখাতে পারেননি সূর্য (Suryakumar Yadav)। প্রথম ইনিংসে ৩৮ বলে ৩০ রান করেন তিনি। এদিকে, দ্বিতীয় ইনিংসে চোটের কারণে ব্যাট করতে পারেননি সূর্য। তিনি ছাড়াও শ্রেয়স আইয়ার ও সরফরাজ খানও ফ্লপ হয়েছেন।
আরও পড়ুন: পৃথিবীর কেন্দ্রে মিলল এই অবিশ্বাস্য জিনিস! অবাক হলেন স্বয়ং বিজ্ঞানীরাও, জানালেন….
উল্লেখ্য যে, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দীর্ঘদিন ধরেই টেস্ট দলের বাইরে ছিলেন। এমতাবস্থায়, তিনি ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে চাইলেও বুচি বাবু টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স ভালো হয়নি। এমতাবস্থায়, দলীপ ট্রফি থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে, বাংলাদেশের বিপক্ষেও টেস্ট সিরিজে তাঁর সুযোগ পাওয়ার আশা কম।