জবাব নেই সূর্যের! মাত্র ৬৯ ম্যাচেই গড়ে ফেললেন বিরাট নজির, টপকে যাবেন কোহলিকেও

বাংলা হান্ট ডেস্ক: গত শনিবার ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম T20 ম্যাচে আগ্রাসী ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) রীতিমতো ঝড় তুলেছিলেন। ২৬ বলে ৫৮ রানের দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন তিনি। T20 ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার ওই ইনিংসে মারেন ৮ টি চার ও ২ টি ছক্কা। এমতাবস্থায়, ভারতকে ২১৩-র বড় স্কোরে নিয়ে যেতে সূর্য মুখ্য ভূমিকা পালন করেছিল।

দুরন্ত নজির গড়লেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav):

এদিকে, ওই বড় টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দল ১৭০ রানে অলআউট হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে প্রথম T20 ম্যাচেই ৪৩ রানের বিশাল ব্যবধানে জিতে যায় ভারত। পাশাপাশি, ওই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড (POTM) পান সূর্যকুমার (Suryakumar Yadav)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই তারকা ব্যাটার বিরাট কোহলির দুর্দান্ত একটি বিশ্ব রেকর্ডকে ছুঁয়ে ফেলেছেন।

Suryakumar Yadav created a great record.

মূলত, সূর্য T20 আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সাথে যৌথভাবে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার কৃতিত্ব অর্জন করেছেন। পরিসংখ্যান অনুযায়ী সূর্য (Suryakumar Yadav) ও কোহলি যৌথভাবে ১৬ টি করে পুরস্কার পেয়েছেন। তবে, সূর্য এই নজির গড়ার ক্ষেত্রে কোহলির চেয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। তিনি মাত্র ৬৯ ম্যাচে এতগুলি POTM জিতেছেন। যেখানে, কোহলি ১২৫ T20 ম্যাচে এই কীর্তি অর্জন করেছেন।

আরও পড়ুন: টিম ইন্ডিয়াতেও KKR-এর মতো “অবহেলার শিকার” রিঙ্কু! গম্ভীরের উদ্দেশ্যে চটে লাল অনুরাগীরা

এমতাবস্থায়, শীঘ্রই কোহলিকে ছাড়িয়ে এই বিশ্ব রেকর্ড নিজের নামে করতে পারেন সূর্য (Suryakumar Yadav)। প্রসঙ্গত উল্লেখ্য যে, T20 বিশ্বকাপ জিতে কোহলি আন্তর্জাতিক T20 থেকে অবসর নিয়েছিলেন। এদিকে, এই তালিকায় তৃতীয় স্থানে আছেন জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তিনি ১৫ টি POTM হাসিল করেছেন।

আরও পড়ুন: কড়া পদক্ষেপ! প্যারিস অলিম্পিক থেকে ছিটকে গেলেন তারকা বক্সার, এই কারণে পেলেন বড় শাস্তি

T20 তে সবচেয়ে বেশি POTM জিতেছেন এমন খেলোয়াড়:
১৬- সূর্যকুমার যাদব (৬৯ ম্যাচ)
১৬ – বিরাট কোহলি (১২৫ ম্যাচ)
১৫- সিকান্দার রাজা (৯১ ম্যাচ)
১৪- মোহাম্মদ নবী (১২৯ ম্যাচ)
১৪- রোহিত শর্মা (১৫৯ ম্যাচ)
১৪- বীরানদীপ সিং (৭৮ ম্যাচ)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর