ঘরের মাঠে বাঘ, বিপক্ষের মাঠে বেড়াল! সূর্যোদয় ও সূর্যাস্ত নিয়ে অদ্ভুত পরিসংখ্যান এলো সামনে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) চলতিআইপিএলে (IPL 2023) নিজের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন। পরপর বেশ কয়েকটি অর্ধশতরান এবং একটি শতরান করার পর তাকে নিয়ে এমনটাই বলছিলেন সকলে। সময়মতো তিনি ফর্মে ফেরায় খুব খারাপ ভাবে যাত্রা শুরু করেও চলতি আইপিএলে প্লে-অফের দৌড়ে ফিরে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। তবে নিজেদের শেষ কিছু ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেলেও স্কাইরা এখনও প্লে অফে পৌঁছতে পারবে।

কিন্তু লখনৌ সুপারজায়ান্টসের ঘরের মাঠে সূর্যকুমার যাদব শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন কাল। যশ ঠাকুরের বল স্কুপ করতে গিয়ে বলটি উইকেটে ঠেলে দেন তিনি। ৯ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে সুবিধাজনক অবস্থায় থাকা মুম্বাইকে বিপদের মুখে ঠেলে দিয়ে জানতেন। রোহিত শর্মা (৩৭) এবং ঈশান কিষানের (৫৯) দুর্দান্ত ওপেনিং জুটির পরেও শেষ পর্যন্ত ম্যাচে জিততে ব্যর্থ হয়।

mi lsg

অনেকেই প্রশ্ন তুলতে পারেন এই নিয়ে যে মাত্র একটি ম্যাচে তিনি ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু পরিসংখ্যান একটি আশ্চর্য তথ্য প্রকাশ করছেন যা শুনলে মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তরা একটু চিন্তিত হবেন। চলতি মরশুমে ঘরের মাটিতে ব্যাট হাতে নেমে একাধিকবার দলকে ম্যাচ জিতিয়েছেন সূর্যকুমার। পরিসংখ্যান বলছে তিনি অ্যাওয়ে ম্যাচ খেলতে নামলেই নিজের পরিচয় হারিয়ে বসেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একমাত্র ৬৬ রানের একটি ব্যতিক্রমী ইনিংস বাদে গোটা আইপিএল জুড়ে তিনি অ্যাওয়ে ম্যাচে সম্পূর্ণ ব্যর্থ। তিনি যদি সব জায়গায় নিজের ছন্দ বজায় রাখতে পারতেন তাহলে আজ হয়তো মুম্বাইকে শেষ ম্যাচ অপেক্ষা করতে হতো না আইপিএলের প্লে অফ ভাগ্য নির্ধারণের জন্য। প্রতিবেদনের পরের অংশে পরিসংখ্যানের তুলে ধরে সূর্যের হোম এবং অ্যাওয়ে ম্যাচের পারফরম্যান্স বিচার করা হলো।

◆ হোম ম্যাচে সূর্যকুমারের রেকর্ড:
ইনিংস: ৬
রান: ৩৪২
গড়: ৬৮.৪০
স্ট্রাইক রেট: ২০৬.০২

◆ অ্যাওয়ে ম্যাচে সূর্যকুমারের রেকর্ড:
ইনিংস: ৭
রান: ১৪৪
গড়: ২০.৫৭
স্ট্রাইক রেট: ১৫৩.১৯

 

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর