ICC র‍্যাঙ্কিংয়ে উন্নতি সূর্যকুমার যাদবের, খুব দ্রুতই সিংহাসনচ্যুত করবেন পাক অধিনায়ক বাবর আজমকে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তাকে দিয়ে কেন ওপেন করানো হচ্ছিল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সিরিজের প্রথম দুই ম্যাচে খুব একটা সাফল্য যে তিনি পেয়েছিলেন এমন নয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিন্দুকদের জবাব দিলেন সূর্যকুমার যাদব। দুর্দান্তভাবে প্যাকিং করে ৪৪ বলে ৭৬ রানের অসাধারণ একটি ইনিংস খেলে তিনি ভারতের জয় এনে দেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব। সিরিজের শেষ ম্যাচে একটি অসাধারণ শতরান করেছিলেন তিনি। তিনি পরিণত হয়েছিলেন ভারতের হয়ে টি-টোয়েন্টিতে শতরান করা পঞ্চম ব্যাটসম্যানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা সিরিজটাই যেন ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন মুম্বাইকর। ওডিআই সিরিজে ফ্লপ হওয়ার পর প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচও তাকে পরিচিত ছন্দে পাওয়া যায়নি। ভারতের চেয়ে অপেক্ষাকৃত অনেক দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও পারফরম্যান্স করতে না পারায় তাকে অনেকে দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছিলেন। কিন্তু আপাতত সেইসব নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন তিনি। তবে তার কাছ থেকে আরও ধারাবাহিকতা আশা করবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

suryakumar

তার এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার। বুধবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে তিনি তিন ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা পজিশন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ভারতের সেরা ক্রিকেটার। এইবছর আরও অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মত হেভিওয়েট দলগুলির সাথে সিরিজ ছাড়াও রয়েছে এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতা। সেখানে সূর্যকুমার যাদবের ফর্ম ভারতের কাছে সম্পদ হয়ে উঠতে পারে।

এখনও টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় স্থানে থাকা সূর্য কুমার যাদব এর থেকে ২ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি। এই মুহূর্তে তার রেটিং পয়েন্ট ৮১৬ এবং সূর্য কুমার যাদব এর রেটিং পয়েন্ট ৪১৮। চলতি সিরিজে এখনো দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেই দুটি ম্যাচে এই সাম্প্রতিক ফর্ম ধরে রাখলে এশিয়া কাপে যখন ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে ততক্ষণে সূর্যকুমার যাদব ব্যাটারদের ক্রমতালিকায় টপকে যেতে পারেন বাবর আজমকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর