কেন সবচেয়ে ফর্মে থাকা ক্রিকেটার হয়েও বড় ম্যাচে ভারতকে জেতাতে পারছেন না সূর্যকুমার!

 

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদব এইমুহূর্তে সবচেয়ে ভালো ফর্মে থাকা ব্যাটার ছিলেন ভারতীয় দলে। আজ পাকিস্তানের বিরুদ্ধে দুই ওপেনার যখন আউট হয়ে গেলেন অল্প রানে তখন অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই আশা করেছিলেন যে তিনি ভারতকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হয়নি।

আজ সূর্যকুমার যাদব যখন নেমেছিলেন তখন প্রথম বলেই একটি অসাধারণ স্ট্রেট ড্রাইভ করেছিলেন। তারপর পুল করে একটি অসাধারণ চারও মেরেছিলেন। কিন্তু তারপর হ্যারিস রাউফের শর্ট বলে লেট কাট খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি।

সূর্যকুমার যাদব যখন পাকিস্তানি বোলারদের হাত খুলে আক্রমণ করছেন সেই সময়ে কমেন্টে বক্সে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী একটা অত্যন্ত দামী কথা বলেছিলেন যা সূর্যকুমার যাদবের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা। তিনি বলেছিলেন “সূর্য একবার মারতে শুরু করলে ও থামতে জানে না পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের খেলা চালিয়ে যাবে।”

আজ সেই নীতি অবলম্বন করতে গিয়েই নিজের উইকেটে হারিয়ে আসেন সূর্যকুমার। ২ উইকেট দ্রুত হারানোর পর সেই সময় যদি তিনি কিছুটা বুদ্ধি করে ব্যাটিং করতেন, কিছুটা আক্রমণ কিছুটা ডিফেন্স করতেন তাহলে হয়তো ভারতকে অতটা বিপত্তিতে পড়তে হতো না।

তবে প্রতিবেদনটি লেখার সময় খেলার ১৫ তম ওভার চলছে। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া খেলা ধরে নিয়েছেন। সময়ে প্রায় অসম্ভব মনে হওয়া থেকে তারা প্রায় হাতের মুঠোয় এনে ফেলেছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর