বাংলা হান্ট নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদব নামটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতকে অনেকটা আশা জাগিয়েছিল। চলতি বছরে ব্যাট হাতে ভারতের হয়ে অসাধারণ ফর্মে ছিলেন স্কাই। দেশের মাটি এবং বিদেশের মাটি দুই জায়গাতেই তার ব্যাট প্রতিপক্ষের বোলারদের রীতিমতো শাসন করেছিল। অনেকেই আশা করেছিলেন তার ব্যাটে ভর করে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে আনবে রোহিত শর্মার ভারতীয় দল।
কিন্তু তেমনটা হয়নি। এশিয়া কাপের পরে টি টোয়েন্টি বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ সময় পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন তিনি। এখনো যেন সম্পূর্ণরূপে একজন ব্যাটার হিসেবে পরিণত হয়ে উঠতে পারেনি সূর্য। ফলস্বরূপ ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে যে তিনটি শক্তিশালী দলের মুখোমুখি হয়েছিল তার মধ্যে কেবল একটির বিরুদ্ধে গড়ছে উঠতে পেরেছিল সূর্যর ব্যাট। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সূর্য সাইক্লোনের দাপট পুরোপুরি শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল এবং ভারতেরও ফাইনালের টিকিট অধরা থেকে গিয়েছিল।
কিন্তু বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক সিরিজ ফিরতেই ফের একবার নিজের পরিচিত ছন্দে সূর্যকুমার। নিউজিল্যান্ডের সফরে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভেস্তে গিয়েছিল। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে একার হাতে জেতালেন সূর্যকুমার। চলতি বছরেই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরানটি করেছিলেন। সেই ম্যাচটি যদিও ভারত জিততে পারেনি। আজ নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন তিনি।
দলের তিন ভাগের দুই ভাগ রান করলেন একাই। ভারতের ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে দীপক হুডার (৪/১০) পার্ট টাইম স্পিনের সামনে ১২৬ গুটিয়ে যায় কিউয়িরা। ২ টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল। তবে সবার পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছে সূর্যকুমারের ব্যাটিং। বিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসন আজ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বলেই গেলেন যে সূর্যকুমার যাদব আজ এমন কিছু শট খেলেছেন যা তিনি আগে কোনদিন দেখেননি এবং খেলার কথা কল্পনা করতে পারেননি।
ম্যাচের পর বিরাট কোহলি টুইট করে তার প্রশংসা করে জানান যে তিনি ম্যাচটি লাইভ দেখতে পারেননি কিন্তু তিনি নিশ্চিত সূর্যকুমার যাদব যে ক্রিকেটটা খেলেছেন তা শুধুমাত্র ভিডিও গেমেই খেলা সম্ভব। সেই সঙ্গে তিনি আরো বলেছেন যে সূর্য কুমার আরো একবার বুঝিয়ে দিলেন যে কেন তিনি এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার। আজ শত রান করে ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মার একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সূর্যকুমার। রোহিত শর্মার পর সূর্যকুমার যাদব দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করতে পেরেছেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা