একটা ক্যাচ, আর তাতেই বদলে গেল জীবন! জয়ের আনন্দের মাঝেই সূর্যকুমার নিলেন বড় সিদ্ধান্ত

   

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) ফাইনালে সমগ্র ম্যাচ জুড়েই কার্যত বজায় ছিল টানটান উত্তেজনা। একটা সময়ে দক্ষিণ আফ্রিকা (South Africa) প্রভাব বিস্তার করেছিল ওই ম্যাচে। যদিও, তারপরে দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। আর শেষ মুহূর্তে যিনি আসল বাজিমাত করলেন তিনি হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। একদম শেষ ওভারে এসে তিনি যেভাবে দুর্ধর্ষ ক্যাচ নিয়ে মিলারকে ক্রিজ ছাড়া করলেন তারপরেই ভারতের জয় রীতিমতো “কনফার্ম” হয়ে গিয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে তো এটাও দাবি করা হচ্ছে যে সূর্যের ওটা ক্যাচ ছিল না বরং ওটাই ছিল বিশ্বকাপ জয়ের চাবিকাঠি। এমতাবস্থায়, ফাইনালের আগে T20 বিশ্বকাপে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স নিয়ে যে সমালোচনা শুরু হয়েছিল তা ওই ক্যাচ নেওয়ার পরেই কার্যত সবাই ভুলে গিয়েছেন। এমনিতেও, সূর্য যে দুর্ধর্ষ ক্যাচটি নিয়েছেন তা বিশ্বকাপের ইতিহাসে যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার বলার অপেক্ষা রাখে না। ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে ডেভিড মিলারের ওই ক্যাচ সূর্য মিস করলে ম্যাচ যে অন্যদিকে গড়াতে পারত তা অনেকেই মনে করছেন। কিন্তু, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে “SKY” যে খেল দেখালেন তাতেই চমকে গিয়েছেন প্রত্যেকে।

Suryakumar Yadav took a big decision.

এদিকে, T20 বিশ্বকাপ জেতার পরেই সূর্যকুমার এবার এমন একটি সিদ্ধান্ত নিলেন যা প্রত্যেককে অবাক করবে। ইতিমধ্যেই ভারতীয় দলের এই তারকা খেলোয়ার জানিয়েছেন, তিনি চলতি বছরের T20 বিশ্বকাপের ট্রফি এবং ফাইনাল ম্যাচের তারিখটি ট্যাটু করাবেন। এমতাবস্থায়, সূর্যকুমারের এই ঘোষণাই প্রমাণ করে দিল যে বিশ্বকাপ জয় তাঁর কাছে ঠিক কতটা স্পেশাল। আর এই বিষয়টিকেই স্মরণীয় করে রাখতে তিনি নিয়েছেন এই বড় সিদ্ধান্ত।

আরও পড়ুন: ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে যেতেই ঘটল বিপত্তি! চরম বিক্ষোভের সম্মুখীন রাজ্যের মন্ত্রী

প্রসঙ্গত উল্লেখ্য, সূর্যকুমারের শরীরে একাধিক ট্যাটু রয়েছে। পাশাপাশি, ভারতীয় দলের একাধিক ক্রিকেটার ট্যাটু করাতে ভালোবাসেন। কোহলির মতো তারকা খেলোয়াড়েরা আবার এই ট্যাটুর বিষয়টিকে অনুপ্রেরণার উৎস বলে মনে করেন। শুধু তাই নয়, ক্রিকেটের সাথে জড়িত স্মরণীয় বিষয়গুলিকে মাথায় রেখেও অনেকে ট্যাটু করেন। যেমন করেছেন রিঙ্কু সিং।

আরও পড়ুন: কেউ জিতেছেন ভোট, কেউ হয়েছেন পুলিশকর্তা! ২০০৭-এর বিশ্বকাপ জয়ের নায়কেরা এখন কি করছেন?

তবে, সূর্যকুমার এবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে ট্যাটুটি করাবেন সেটি বিশ্বকাপ জয়কে স্মরণীয় করে তোলার পাশাপাশি তাঁর কঠোর পরিশ্রম এবং বিশ্বজয়ের প্রতি অনন্য সম্মানকেই ফুটিয়ে তুলবে। এমনিতেই, এই জয় সূর্যকুমার যাদবের কাছে হয়ে থাকবে চিরস্মরণীয়। আর সেই বিষয়টিকেই আরও স্পেশাল করে তুলতে তিনি ট্যাটুর মাধ্যমে তা সবসময় নিজের কাছে রাখতে চান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর