ভোররাতে রাজস্থানের পালিতে লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেস, আহত ১০

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা। রাজস্থানের (Rajasthan) পালির (Pali) কাছে সূর্যনগরী এক্সপ্রেসের (Suryanagari Express) আটটি বগি লাইনচ্যুত। পালির রাজকিয়াওয়াসে ভোর ৩.২৭ নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত ১০ জন যাত্রীর আহত হওয়ার খবর রয়েছে।

কী জানা যাচ্ছে? বান্দ্রা টার্মিনাস থেকে ছেড়ে ট্রেনটি যাচ্ছিল যোধপুরের দিকে। সেখানেই যাত্রাপথে হঠাৎ ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় আহত যাত্রীদের রেলের তরফে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চলছে চিকিৎসা।

উত্তর পশ্চিম রেলওয়ের (North Western Railway) তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার পর যোধপুর থেকে একটি ট্রেন পাঠানো হয়েছে। ইতিমধ্যেই উত্তর পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা জয়পুরের সদর দফতরের কন্ট্রোল রুমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।

দুর্ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। চলছে উদ্ধারকার্য। অন্যদিকে, এদিকে সূর্যনগরী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে ওই লাইনে ট্রেন চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত চারটি ট্রেন ডাইভার্ট করা হয়েছে। চলছে রেললাইন খালি করার কাজ।

accident

রেল তরফে জানানো হয়েছে, দ্রুত উদ্ধারকার্য শেষ হওয়ার পর ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। অন্যদিকে ট্রেন দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর