মায়ের স্বপ্নকে পূরণ করল সূর্যাংশ! ১৩ বছর বয়সেই ৫৬ টি কোম্পানির সিইও হয়েছে এই বিষ্ময় বালক

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকেই একটি নির্দিষ্ট বয়সের পর উপার্জনের লক্ষ্যে কাজ শুরু করেন। যাঁদের মধ্যে কেউ কেউ চাকরির পথে হাঁটেন আবার কেউ বা বিভিন্নরকম ব্যবসা বা কোম্পানির সাথে যুক্ত হয়ে যান। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজনের প্রসঙ্গ উপস্থাপিত করব যে মাত্র ১৩ বছর বয়সেই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয়, সে প্রমাণ করে দেখিয়েছে যে, মনের জোর এবং একাগ্রতা থাকলেই যে কোনো বয়সেই হাসিল করা সম্ভব সফলতা (Success)।

১৩ বছর বয়সেই ৫৬ টি কোম্পানির সিইও: জানা গিয়েছে, বিহারের মুজাফফরপুর জেলার কাটরা ব্লকের আম্মা গ্রামের বাসিন্দা ১৩ বছর বয়সী সূর্যাংশ কুমার মাত্র এক বছরের মধ্যেই ৫৬ টি অনলাইন কোম্পানির মালিক হয়ে গিয়েছে। খবর অনুযায়ী, সূর্যাংশ বর্তমানে দশম শ্রেণিতে পড়ছে। নবম শ্রেণিতে পড়ার সময় সে তার প্রথম উদ্যোগ শুরু করে। সে জানিয়েছে, অনলাইনে জিনিসপত্র খুঁজতে গিয়েই একটি অনলাইন কোম্পানি শুরু করার বুদ্ধি মাথায় আসে তার।

এরপর বাবা সন্তোষ কুমারকে সে তাঁর পরিকল্পনার কথা জানায়। এমতাবস্থায়, তার বাবাও তাকে উৎসাহ দেন। সূর্যাংশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, সে একটি ই-কমার্স কোম্পানি দিয়ে কাজ শুরু করেছিল। যেখানে মাত্র ৩০ মিনিটের মধ্যেই অর্ডার করা পণ্য বাড়িতে পৌঁছে দেওয়া হত। এছাড়াও, জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে সে Shaadi Kijiye নামের একটি ওয়েবসাইটের সূচনা করে। এছাড়াও, তার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোম্পানিও আসতে চলেছে।

দৈনিক ১৮ ঘন্টা কাজ করে সে: এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, সূর্যাংশ তার কোম্পানিকে বড় করার জন্য দৈনিক ১৮ ঘন্টা কাজ করে। এদিকে সে পড়াশোনাও করে। সূর্যাংশ স্কুলে যেতে না পারলেও স্কুল থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছে। সূর্যাংশের মতে, সে বর্তমানে এই সংস্থাগুলি থেকে কোনো আয় পাচ্ছে না। তবে শীঘ্রই এই সংস্থাগুলি তাকে ভাল উপার্জন দেবে।

জানা গিয়েছে যে, সূর্যাংশের বাবা-মা একটি এনজিও চালান। তার বাবার এনজিও জাতিসংঘের সঙ্গে যুক্ত। এমতাবস্থায়, সূর্যাংশের বাবা সন্তোষ কুমার এবং মা অর্চনার মতে, খেলার বয়সে তাঁদের সন্তান কোম্পানি চালাচ্ছে, যা অন্যান্যদের জন্যও এক অনুপ্রেরণা। সূর্যাংশ জানায় যে, সে তার কাজে পরিবারের পূর্ণ সমর্থন পায়। পাশাপাশি, তার বাবা তাকে সবসময় এগিয়ে যেতে উৎসাহিত করেন। ইতিমধ্যেই সূর্যাংশ “দ্য স্ম্যাশ গাই” নামে একটি বইও লিখেছে। শুধু তাই নয়, ফাইন্যান্স সম্পর্কিত আরও একটি বই লিখছে সে।

suryansh sixteen nine 62e906729d5e1 1

মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে: সূর্যাংশের কোম্পানিগুলির মধ্যে মন্ত্রফাই, জাস বিজনেস, জিপসি ক্যাবস, জাসিফাই, জাস হেলথ, জাস জোলিস, মন্ত্র-কয়েন, জাস ব্র্যান্ডস, জাস টেক, জাস স্ন্যাপ, চুলবুলি প্রভৃতি উল্লেখযোগ্য। সমস্ত কোম্পানি Suryansh Contech Pvt Ltd-এর অধীনে কাজ করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, Suryansh Contech Pvt Ltd কোম্পানিটি সূর্যাংশের মা ২০১৪ সালে স্থাপন করেছিলেন। পাশাপাশি, এই সংক্রান্ত সমস্ত কাগজও সম্পন্ন করেছিলেন তিনি। এরপরে ২০২১ সালে সূর্যাংশ ওই কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করে এবং সংস্থাটিকে আরও এগিয়ে নিয়ে যেতে শুরু করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর