বাংলাহান্ট ডেস্ক: সবথেকে গভীর বন্ধুত্ব কাদের মধ্যে? জয়-বীরু, মুন্নাভাই-সার্কিট? আমি যদি বলি সূর্যবংশম (Suryavansham) এবং সোনি ম্যাক্সের (Sony Max)? যখনি চ্যানেলটি খুলবেন তখনি দেখবেন ‘হীরা ঠাকুর’ নেচে চলেছেন নয়তো ভানুপ্রতাপ সিং বিষাক্ত পায়েস খেয়ে রক্তবমি করছেন। মোদ্দা কথা, সকাল হোক বা দুপুর কিংবা রাত। সোনি ম্যাক্সে সবসময় একটিই ছবি চলে, সেটা হল সূর্যবংশম।
উঁহু, একটু ভুল হল। চলে নয় চলত। কারণ এই ঐতিহাসিক বন্ধুত্ব এবার ভাঙতে চলেছে। সোনি ম্যাক্সে আর দেখা যাবে না সূর্যবংশম। মাঝে শুধু আইপিএল এর সময়টুকুতে ছবির সম্প্রচার বন্ধ রাখা হয়। নয়তো যে কে সেই। সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের অবশ্য এই বন্ধুত্বটা বেশ প্রিয় ছিল। হাজারো মিম তৈরি হয়েছে সোনিতে সূর্যবংশম নিয়ে।
তবে এবার বন্ধুত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নিতে চলেছে মিমগুলিও। হয়তো সেগুলো জমা হবে স্মৃতির খাতায়। পাতা উলটে মনে করা হবে পুরনো সময়গুলো। জানা যাচ্ছে, সোনি ম্যাক্সে সূর্যবংশম আর মাত্র বছর কয়েকেরই অতিথি। আগামী ২০২৪-২৫ সাল পর্যন্ত চ্যানেলে চলবে এই ছবি।
তারপর থেকে আবার অন্য কোনো চ্যানেল। ২০২০ তে গোল্ডমাইন ফিল্মসের মনীশ শাহ সূর্যবংশম এর স্বত্ব কিনে নিয়েছেন। গোল্ডমাইন ফিল্মসের ইউটিউব চ্যানেলে ছবিটি আপলোড হতে গত দেড় বছরে ৩১ কোটি মানুষ দেখেছে। এক সাক্ষাৎকারে মনীশ শাহ নিজেই জানান, ২০২৫ সাল পর্যন্ত সূর্যবংশম চালানোর স্বত্ব রয়েছে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের কাছে।
তারপর থেকে গোল্ডমাইনস বলিউড চ্যানেলে দেখা যাবে সূর্যবংশম। সোনির সঙ্গে গাঁটছড়া ছিন্ন হচ্ছে ছবির। কিন্তু সোনি ম্যাক্সে এতদিন ধরে সকাল বিকেল কেন দেখানো হত সূর্যবংশম। জানা গিয়েছে, ১০০ বছরের জন্য এই ছবির সম্প্রচারের স্বত্ব কিনেছিল সোনি। কিন্তু সময় ফুরোনোর আগেই ফুরিয়ে যাচ্ছে বন্ধুত্ব।
যারা এতদিন মিম বানাত, হাসাহাসি করত বিষয়টা নিয়ে, তারাও মুষড়ে পড়েছেন। সোনি ম্যাক্স আর সূর্যবংশম যেন একে অপরের সমার্থক হয়ে উঠেছিল। এতদিন পর সেই বন্ধন ভেঙে যাওয়ায় মন খারাপ মিমার দের।