দুই দিদির সঙ্গেই সুশান্ত পালন করেন শেষ জন্মদিন, ভাইরাল ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর দু মাস পূর্ণ হতেই ভাইরাল (viral) হল তাঁর শেষ জন্মদিনের (birthday) ভিডিও (video)। ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্টে পাওয়া যায় সুশান্তের দেহ। তারপর থেকে বহু জলঘোলা হয়ে গিয়েছে এই মামলায়। শুরু হয়েছে সিবিআই ও ইডি তদন্ত। নতুন নতুন তথ‍্য প্রতিদিনই উঠে আসছে।
এই দু মাসে অভিনেতার অনেক না দেখা ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। এবার প্রকাশ‍্যে এল তাঁর শেষ জন্মদিন পালনের ভিডিও। দুই দিদি, জামাইবাবুর সঙ্গেই ২০২০র ২১ জানুয়ারি শেষ জন্মদিনটা পালন করেন সুশান্ত। পরিবারের সঙ্গে তাঁর কাটানো আনন্দের মুহূর্তগুলো দেখে চোখে জল এসেছে নেটিজেনদের।


জানা গিয়েছে, চণ্ডীগড়ে দিদির বাড়িতে জন্মদিন পালন করেন সুশান্ত। সঙ্গে ছিলেন তাঁর দুই দিদি নীতু ও মিতু সিং এবং জামাইবাবু। ক্রিকেট খেলা নিয়ে আদরের ভাই এর সঙ্গে খুনসুটিও করতে দেখা গিয়েছে সুশান্তের দুই দিদিকে। পরিবারের জন‍্য ভালবাসা স্পষ্ট দেখা গিয়েছে অভিনেতার আচরণে।
প্রসঙ্গত, এর আগে জেরায় রিয়া চক্রবর্তী দাবি করেন দিদিদের সঙ্গে সম্পর্ক ভাল ছিল না সুশান্তের। কিন্তু এই ভিডিও তাঁর বক্তব‍্যকে সমর্থন করছে না। সেই সঙ্গে ভিডিওতে পরিবারের সঙ্গে হাসিখুশি অভিনেতাকে দেখে ফের একবার রিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নেটজনতা।

https://youtu.be/CRIiR3yK8RM

 

অপরদিকে রিয়া চক্রবর্তীরও একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে রিয়াকে বলতে শোনা যাচ্ছে, তিনি একটি দ্বীপ কিনতে চান, একটি প্রাইভেট জেট কিনতে চান। এমনকি একটি হোটেলও কেনার ইচ্ছা রয়েছে তাঁর। হোটেল খুবই ভাল লাগে তাঁর, তাই হোটেলের মালকিন হতে চান তিনি।
ভিডিওই ভাইরাল হতেই আরেক প্রস্থ ট্রোলের শিকার হয়েছেন রিয়া। এই সমস্ত কিছুই সুশান্তের টাকা দিয়ে করার ইচ্ছা ছিল তাঁর, এমনটাই দাবি করছেন নেটিজেনরা। পাশাপাশি অভিনেতা যাতে যোগ‍্য বিচার পান তার জন‍্যও সরব হয়েছে নেটজনতা।

সম্পর্কিত খবর

X