গোয়ায় প্রেমিক ভিকির কোলে বসে ‘ন‍্যাকামি’, অঙ্কিতার ছবি ফ্লপ করার ডাক সুশান্ত অনুরাগীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। পুরনো স্মৃতিকে পেছনে ফেলে এখন বর্তমানকে নিয়ে ব‍্যস্ত অঙ্কিতা। আর তাতেই সমস‍্যা নেটিজেনদের একাংশের। সুশান্তকে ভুলে নতুন বয়ফ্রেন্ড ভিকির সঙ্গে কিভাবে হাসিখুশি থাকতে পারেন অঙ্কিতা? প্রশ্ন নেটজনতার।

সম্প্রতি অঙ্কিতার একটি পোস্ট ঘিরে নিন্দা সমালোচনার ঝড় ওঠে সোশ‍্যাল মিডিয়ায়। গোয়া ভ‍্যাকেশনের কিছু পুরনো ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। সেখানে একটি ছবিতে দেখা যায় বয়ফ্রেন্ড ভিকি জৈনের কোলে বসে রয়েছেন অভিনেত্রী। তাঁর পরনে একটি লাল টপ ও নীল হটপ‍্যান্ট।


এই ছবি দেখেই রে রে করে উঠেছে সুশান্ত অনুরাগীরা। কয়েকজন বলেছেন, ২০১৬ তে গোয়ায় গিয়ে সুশান্তের কোলেও এভাবে বসেছিলেন অঙ্কিতা। একজন লিখেছেন, সুশান্ত মারা যাওয়ার পর হঠাৎ করেই সোশ‍্যাল মিডিয়ায় অত‍্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। অথচ সুশান্তের পরিবারের উপর তিনি এমন জাদু করেছেন যে তাঁরা তাঁর আসল রূপ দেখতেই পান না।

https://www.instagram.com/p/CJLNAKALiEu/?igshid=1lzjvhaoniyxe

অপর একজন লিখেছেন, বুড়ো ভিকিকে ধরেছেন এখন অঙ্কিতা। অন‍্যদিকে সুশান্ত আত্মহত‍্যা করলেন। ঈশ্বরও ক্ষমা করবে না অঙ্কিতাকে। এমনকি সমবেত ভাবে অভিনেত্রীর আগামী ছবি ফ্লপ করার ডাকও দিয়েছে সুশান্ত অনুরাগীরা।

https://www.instagram.com/tv/CJBYn3dFWPV/?igshid=bwlraps4nwb2

সম্প্রতি ৩৬ এ পা দিয়েছেন অঙ্কিতা লোখান্ডে। বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে ৩৬ তম জন্মদিন বেশ ধুমধাম করেই পালন করেন অঙ্কিতা। ১৯ নভেম্বর বাড়িতেই বন্ধু বান্ধব দের সঙ্গে জমিয়ে পার্টি করেন তিনি। সেই পার্টির ভিডিও ও ছবি ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/tv/CI_T43Iigyj/?igshid=1twbmo9cnk3bw

পার্টিতে কেক কাটার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন অঙ্কিতা। তিন তলা কেক আনা হয়েছিল অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে। কেক কেটে প্রথমে নিজের মা ও তারপর ভিকিকে খাওয়ান অঙ্কিতা। বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়েছিল পার্টি। ছিল নাচ গানের ব‍্যবস্থাও। ভিকির ঠোঁটে আদরের চুম্বন দিয়ে দুজনকে একসঙ্গে নাচতেও দেখা যায়।

সম্পর্কিত খবর

X