ওঁ অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল, আমি শুধু সুতপাকেই ভালবাসতাম! আফতাবকে নিয়ে সুশান্ত

বাংলাহান্ট ডেস্ক : দিল্লির শ্রদ্ধা হত্যাকান্ড রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বান্ধবীকে ৩৫ টুকরো করে কেটে খুন করার অভিযোগে শ্রদ্ধার বন্ধু আফতাব এখন “জীবন্ত জল্লাদ” হিসেবে পরিচিতি লাভ করেছেন। এবার দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলল সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুশান্ত। সুশান্ত বর্তমানে বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দি।

সংশোধনাগার সূত্রের খবর, সুশান্ত এখন নিজের সাথে আফতাবের পার্থক্যের কথা বারবার তুলে ধরছেন। এই বছর ২রা মে বান্ধবী সুতপা চৌধুরীকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে সুশান্তর বিরুদ্ধে। তদন্তকারীরা মনে করেছিল যে প্রেমে ব্যর্থ হয়ে আক্রোশের বশে মেধাবী ছাত্র সুশান্ত কুপিয়ে খুন করে সুতপাকে।

বিচারের জন্য বর্তমানে সে বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে। মেধাবী এই ছাত্র কারাগারের মধ্যে নিয়মিত চোখ বোলান খবরের কাগজে। সংবাদপত্রের খবর থেকেই সে জানতে পেরেছে দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ব্যাপারে। সংশোধনাগার সূত্রের খবর, শ্রদ্ধা হত্যাকাণ্ড জানার পর সে বহু মানুষকে জিজ্ঞেস করেছে যে তার সাথে আফতাবের কোনও মিল রয়েছে কিনা।

এক কারারক্ষী জানিয়েছেন, “সুশান্ত শুধু বলছে আফতাবের বহু মেয়ের সাথে সম্পর্ক ছিল। কিন্তু আমার শুধু সুতপার সাথে।” ওই কারারক্ষীর আরো বক্তব্য, “সুশান্ত মনে করছে সুতপার জন্য অতিরিক্ত ভালোবাসাই তার জন্য কাল হলো। শুধু বলছে, ওকে আমি খুব ভালবাসতাম। অন্য কোনও মহিলার প্রতি আমি কোনওদিন আকর্ষণ অনুভব করিনি।” সুশান্তর আইনজীবী পীযূষ ঘোষের দাবি, সুশান্তর আচরণ আগের থেকে অনেক পরিবর্তিত হয়েছে। এখন ও আমাদের যথেষ্ট সহযোগিতা করছে।

sutapa susanta

প্রসঙ্গত, চলতি বছরের ২রা মে বহরমপুরের গোরাবাজারের শহীদ সূর্য সেন রোড ধরে মেসে ফেরার পথে সুশান্ত চৌধুরীর হাতে খুন হন সুতপা চৌধুরী। পরে জানা যায় সুতপার সাথে প্রেমে ব্যর্থ হয়ে সুশান্ত আক্রোশের বশে এই কাজ করেছে। প্রকাশ্য রাস্তায় এভাবে কুপিয়ে খুন করার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দেয় চারিদিকে। সম্প্রতি দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ড ফের একবার মনে করিয়ে দিয়েছিল ২রা মের সেই রাতের কথা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর