বাংলাহান্ট ডেস্ক: শোকগ্রস্ত বলিউড (bollywood)। মাত্র ৩৪ এই সকলকে ছেড়ে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। আজ সকালে নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গিয়েছে অবসাদে ভুগছিলেন অভিনেতা।
এখনও তাঁর মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না তাঁর গ্রামের মানুষ। মাত্র কয়েক মাস আগেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বিহারের খাগরিয়াতে এসেছিলেন সুশান্ত। দীর্ঘ ১৭ বছর পর মা ও ঠাকুমার ইচ্ছাপূরণ করতে গ্রামের বাড়িতে যান সুশান্ত।
তবে সেখানে গিয়ে তারকা নন, বরং গ্রামের ছেলের মতোই মিশে গিয়েছিলেন সবার সঙ্গে। সুশান্তকে দেখতে উপচে পড়েছিল ভিড়। কিন্তু তিনি আত্মীয় বন্ধুবান্ধব সবার মধ্যে মিশে গিয়েছিলেন। সেই সব ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বিহারের খাগড়িয়াতে ভগবতী মন্দিরে পুজো দেন সুশান্ত। সেখানকার রীতি মেনে পুজোর পর কেটেছিলেন চুলও।
দেশের বাড়ি গিয়ে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। জমিয়ে খেলেছেন ক্রিকেটও। কাউকে বুঝতে দেননি তিনি তারকা। বাড়ির ছেলের মতোই মিশেছেন তাদের সঙ্গে।
১৯৮৬ সালে বিহারের পূর্ণিয়া জেলার মালডিহাতে জন্ম সুশান্তের। প্রথমে পাটনার সেন্ট কারেনস হাই স্কুল ও পরে দিল্লির কুলাচি হংসরাজ মডেল স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়েন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
ছোটবেলায় মায়ের মৃত্যুর পরই মালডিহা ছেড়ে পাটনায় চলে আসে তাঁর পরিবার। এখন তাঁর পাটনার বাড়িতে রয়েছেন বাবা ও আত্মীয় স্বজন।