একেবারে বাড়ির ছেলে, ভাইরাল বিহারে দেশের বাড়িতে সুশান্তের কিছু ছবি

বাংলাহান্ট ডেস্ক: শোকগ্রস্ত বলিউড (bollywood)। মাত্র ৩৪ এই সকলকে ছেড়ে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। আজ সকালে নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গিয়েছে অবসাদে ভুগছিলেন অভিনেতা।
এখনও তাঁর মৃত‍্যুর খবর বিশ্বাস করতে পারছেন না তাঁর গ্রামের মানুষ। মাত্র কয়েক মাস আগেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বিহারের খাগরিয়াতে এসেছিলেন সুশান্ত। দীর্ঘ ১৭ বছর পর মা ও ঠাকুমার ইচ্ছাপূরণ করতে গ্রামের বাড়িতে যান সুশান্ত।

255889 5980267724795440187818197692721734387662891n255913 589822076525415518194256818677652319594323n

তবে সেখানে গিয়ে তারকা নন, বরং গ্রামের ছেলের মতোই মিশে গিয়েছিলেন সবার সঙ্গে। সুশান্তকে দেখতে উপচে পড়েছিল ভিড়। কিন্তু তিনি আত্মীয় বন্ধুবান্ধব সবার মধ‍্যে মিশে গিয়েছিলেন। সেই সব ছবি উঠে এসেছে সোশ‍্যাল মিডিয়ার পাতায়।

255902 586548371347544343067421310963184130153255n255901 584684522947035014081821787650384277507178n255888 5884263623795028854058616791792846451759390n

বিহারের খাগড়িয়াতে ভগবতী মন্দিরে পুজো দেন সুশান্ত। সেখানকার রীতি মেনে পুজোর পর কেটেছিলেন চুলও।

255892 595317981387803205158687402059934859433983n255915 594236634521952222181388360493801050863992n255904 584539464319940609297323605550228311839156n

দেশের বাড়ি গিয়ে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। জমিয়ে খেলেছেন ক্রিকেটও। কাউকে বুঝতে দেননি তিনি তারকা। বাড়ির ছেলের মতোই মিশেছেন তাদের সঙ্গে।

255891 5896816520420910294182591620218430415709876n255884 34545s12345255886 6038535322449905191523058775216523442662104n

১৯৮৬ সালে বিহারের পূর্ণিয়া জেলার মালডিহাতে জন্ম সুশান্তের। প্রথমে পাটনার সেন্ট কারেনস হাই স্কুল ও পরে দিল্লির কুলাচি হংসরাজ মডেল স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। দিল্লি টেকনিক‍্যাল ইউনিভার্সিটিতে পড়েন মেকানিক‍্যাল ইঞ্জিনিয়ারিং।

255903 59352405422792421600904560139260827696631n255898 603259591618449048495654193721324544153445nIMG 20200614 204431255917 605804501360185774654317454742793413873169n

ছোটবেলায় মায়ের মৃত‍্যুর পরই মালডিহা ছেড়ে পাটনায় চলে আসে তাঁর পরিবার। এখন তাঁর পাটনার বাড়িতে রয়েছেন বাবা ও আত্মীয় স্বজন।

Niranjana Nag

সম্পর্কিত খবর