প্রেস কনফারেন্সে করে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন রাজপুত পরিবারের আইনজীবী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সুশান্ত সিংয়ের (Sushant Singh Rajput) বাবা কেকে সিংয়ের আইনজীবী বিকাশ সিং আজ প্রেস কনফারেন্স করেছেন, উনি এই প্রেস কনফারেন্সে পরিবারের পক্ষে অনেক কথা বলেন। বিকাশ সিং বলেন, সুশান্তের তিন বোনের সাথে তাঁর কথা হয়েছে। উনি রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রিয়ার কারণেই সুশান্ত মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল।

বিকাশ বলেন, ‘রিয়া সুশান্তের জীবনে প্রবেশ করার পর থেকেই সুশান্ত মানসিক অবসাদে ভুগতে শুরু করে। সুশান্তের পরিবার জানত না যে, তাঁর চিকিৎসা চলত। সুশান্তের পরিবার তাঁর ছেলের ওষুধের ব্যাপারেও কিছু জানত না। এর সাথে সাথে সুশান্তের তিন বোনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, আর এর কারণে তাঁরা সবাই দুঃখী।” আইনজীবী বলেন, আমি সবাইয়ের কাছে আবেদন করছি যে তাঁরা যেন কোনরকম ভ্রান্তিমূলক খবর ছড়িয়ে সমস্যা আরও না বাড়িয়ে তোলে।

আইনজীবী আরও বলেন, সুশান্তের বোনেরা আজ আমার সাথে সাক্ষাৎ করে বলে যে তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে রিয়াকে সমর্থন পাইয়ে দেওয়ার জন্য। তিনি জানান, ২০১৯ এর আগে সুশান্তের মানসিক স্থিতি একদম ঠিক ছিল। রিয়া আসার পর থেকেই সুশান্ত মানসিক অবসাদে ভোগা শুরু করে। বিকাশ সিং এও বলেন যে, সুশান্তের পরিবার জানিয়েছে যে, সুশান্তকে নিয়ে যেন কোন ওয়েব সিরিজ অথবা সিনেমা না বানানো হয়। সুশান্তকে নিয়ে কিছু করতে গেলে তাঁর বাবার থেকে আগে লিখিত অনুমতি নিতে হবে।

বিকাশ সিং বলেন, আট জুন সুশান্ত তাঁর বোনকে ফোন করেছিলেন আর তাঁর মানসিক স্থিতি নিয়ে বলেছিলেন। আর এরপরেই তাঁর বোন সুশান্তকে কয়েকটি ওষুধের কথা বলে, যেগুলো উনি নিজেই খেতেন। বিকাশ সিং এও বলেন যে, সুশান্তের লাইফ ইন্সোরেন্স পলিসি নিয়েই গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু সুশান্তের এরকম কোন ইনসুরেন্স ছিল না।

X