উদ্ধব-পুত্র আদিত‍্য ঠাকরেকে খুনের হুমকি! গ্রেফতার সুশান্ত-ভক্ত

বাংলাহান্ট ডেস্ক: আদিত‍্য ঠাকরেকে (aditya thackeray) খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) অনুরাগী। মহারাষ্ট্রের মন্ত্রী তথা মুখ‍্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলেকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধৃত জয় সিং রাজপুত নামে ওই ব‍্যক্তির বিরুদ্ধে। বেঙ্গালুরু থেকে অভিযুক্ত ব‍্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, অভিযুক্ত জয় সিং রাজপুত গত ৮ ডিসেম্বর ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আদিত‍্য ঠাকরের সঙ্গে। কিন্তু ফোন ধরেননি মন্ত্রী। এরপরেই জয় সিং ফোনে মেসেজ পাঠিয়ে খুনের হুমকি দেন মুখ‍্যমন্ত্রী পুত্রকে। এরপরেই তদন্তে নামে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। বেঙ্গালুরু থেকে গ্রেফতার হন অভিযুক্ত।

847340 aaditya thackeray uddhav thackeray ani
উল্লেখ‍্য, গত সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর উঠে এসেছিল আদিত‍্য ঠাকরের নাম। প্রয়াত অভিনেতার মৃত‍্যু মামলায় বিহার পুলিসের তদন্তে এক চাঞ্চল‍্যকর তথ‍্য উঠে এসেছিল। জানা গিয়েছিল, সুশান্তের মৃত‍্যুর আগের রাতে তাঁর অ্যাপার্টমেন্টে একটি পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে উপস্থিত ছিলেন একজন ‘হেভিওয়েট’ ব‍্যক্তিত্ব।

সংবাদ মাধ‍্যম সূত্রে মেলে, সুশান্তের মৃত‍্যুর আগের রাতের পার্টিতে উপস্থিত ছিলেন এক রাজনৈতিক নেতার ছেলে। যে কারনে মুম্বই পুলিস তদন্তে ঢিলে দিতে পারে বলে সন্দেহ করে বিহার পুলিস। খবর অনুযায়ী, ওই রাজনৈতিক নেতার ছেলে সুশান্তের অ্যাপার্টমেন্টে আসার আগে থেকেই কাজ করা বন্ধ করে দেয় সিসিটিভি ক‍্যামেরাগুলি।

Sushant 3
এই প্রসঙ্গে একটি বড়সড় ঘোষনা করেন কঙ্গনা রানাওয়াত। সে সময়ে অভিনেত্রীর ডিজিটাল টিমের মাধ‍্যমে টুইটারে ওই রাজনৈতিক ব‍্যক্তির নাম না নিয়ে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, ‘সবাই ওঁর নাম জানে কিন্তু কেউ সেই নাম উচ্চারণ করবে না। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুখ‍্যমন্ত্রীর ছেলে এবং করন জোহরের ঘনিষ্ঠ বন্ধু।

সবাই তাঁকে বেবি পেঙ্গুইন বলে ডাকে। কঙ্গনা বলছেন, এবার যদি তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাহলে বুঝবেন তিনি আত্মহত‍্যা করেননি।’ টুইটটি নিয়ে তুলকালাম হয়েছিল সে সময়ে। এমনকি অভিনেত্রী অভিযোগ করেছিলেন, তাঁর মানালির বাড়ির সামনে গুলিও চলেছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর