মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ থেকে প্লেন ওড়ানো, সুশান্তের ৫০ স্বপ্নের লিস্ট জানলে চমকে যাবেন!

বাংলাহান্ট ডেস্ক: চোখের নিমেষে চলে যাচ্ছে একটার পর একটা বছর। দেখতে দেখতে চলে এল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন অভিনেতা। বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর দেহ। কিন্তু সুশান্তের মৃত্যুর নেপথ্যে কারণ এই তিন বছরেও অজানা থেকে গিয়েছে।

প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য এবং ভক্তরা আজও তাঁর জন্য সুবিচারের আশায় বসে রয়েছেন। একজন সম্ভাবনাময় অভিনেতার এমন পরিণতি মেনে নিতে পারেননি কেউই। নিজের একগুচ্ছ স্বপ্ন অপূর্ণ রেখেই চির বিদায় নেন সুশান্ত। ৩৭ টি স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে তাঁর।

sushant singh

একটি ‘বাকেট লিস্ট’ বানিয়েছিলেন সুশান্ত। ৫০ টি স্বপ্ন নিয়ে তৈরি সেই তালিকা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। তার মধ্যে যেমন ছিল ৬ মাসে সিক্স প্যাক অ্যাবস বানানোর স্বপ্ন, তেমনি ছিল আন্টার্কটিকা যাওয়া, আরেকবার নাসা ওয়ার্কশপে যোগ দেওয়া, অরোরা বোরিয়ালিস আঁকা, মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া, বিনামূল্যে শিক্ষা প্রদান, নিজের প্রথম বই লেখার মতো স্বপ্নও।

s1

s2

তাঁর স্বপ্ন ছিল প্লেন চালানো শেখার, ডিজনিল্যান্ড যাওয়ার, টেনিস খেলার মতো আরো অনেক কিছু। এই লিস্ট থেকে মাত্র ১৩টি স্বপ্নই পূরণ করতে পেরেছিলেন তিনি। বাকি রয়ে গিয়েছিল ৩৭ টি স্বপ্ন, যেগুলো হয়তো ভবিষ্যতে পূরণ করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বিধাতা অলক্ষ্যে হেসেছিলেন।

s3

s4

সোশ্যাল মিডিয়ায় নিজেই এই স্বপ্নের লিস্ট শেয়ার করেছিলেন সুশান্ত। আবার কোনো কারণে পরে তা ডিলিটও করে দেন তিনি। সৌরজগৎ নিয়ে অদম্য কৌতূহল ছিল অভিনেতার। সেই সংক্রান্তই একাধিক স্বপ্ন ছিল তাঁর। পাশাপাশি সমাজের কল্যাণের কথাও ভেবেছিলেন তিনি। কিন্তু বাকি রয়ে গেল অনেক কিছুই।

প্রসঙ্গত, ছোটপর্দা থেকে বড়পর্দায় উত্তরণ হয়েছিল সুশান্তের। বলিউডে তাঁর প্রথম ছবি ‘কাই পো ছে’। দ্রুত জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি। তেমনি তাঁর মৃত্যু জন্ম দিয়েছিল বহু বিতর্কেরও। সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছিল তাঁর মৃত্যুর পরে।

Niranjana Nag

সম্পর্কিত খবর