মিরাক্যল! বেঁচে আছেন সুশান্ত সিং রাজপুত! তিন বছর পর ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তিন বছর পূর্ণ হতে চলল ইহজগৎ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। বলিউডের এক প্রতিভাবান উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে গিয়েছিল অভিশপ্ত ২০২০ সালে। ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটের ঘরে উদ্ধার হয়েছিল অভিনেতার ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও দেননি সুশান্ত।

তারপর এক বছর ধরে নানান তদন্ত চলেছে সুশান্তের মৃত্যু রহস্য উদ্ধার করার জন্য। তদন্তে নেমেছে তিন তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কোনো লাভ হয়নি। রহস্যের কিনারা এখনো হয়নি। এবার যদি বলি সুশান্ত এখনো বেঁচে আছেন তাহলে? চমক লাগবেই তাই না?

তবে একথা আমরা বলছি না। বলছেন নেটনাগরিকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি দেখে কার্যত মুখ হাঁ হওয়ার জোগাড় নেটিজেনদের। ছবিতে অভিনেতা হৃতিক রোশনের পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাঁকে দেখেই হতবাক সকলে। এ যে অবিকল সুশান্ত!

না, তিনি সুশান্ত নন। ব্যক্তির পরিচয়, তিনি একজন স্টান্টম্যান, নাম মনসুর আলি খান। সম্প্রতি ‘বিক্রম বেধা’ ছবির সেটে তোলা একটি ছবি ঘু্রপাক খাচ্ছে নেট দুনিয়ায়। ছবিতে হৃতিকের পাশে দেখা যাচ্ছে তাঁর স্টান্টম্যানকে। দুজনেরই পরনে কালো শার্ট এবং প্যান্ট। বড় চুল এবং মুখ ভর্তি দাঁড়ি গোঁফ।

কিন্তু হৃতিককে ছাপিয়ে নজর কেড়ে নিয়েছে তাঁর পাশের ব্যক্তি। প্রয়াত সুশান্তের সঙ্গে অদ্ভূত মিল থাকার কারণেই দ্রুত লাইমলাইটে চলে এসেছেন তিনি। এস এস আর ভক্তরা আবেগঘন হয়ে পড়েছেন। কেউ কেউ লিখেছেন, হঠাৎ দেখে সুশান্তই ভেবেছিলেন তারা। কেউ আবার আক্ষেপ করেছেন, ইশ যদি সত্যিই সুশান্ত বেঁচে থাকতেন!

sushant singh rajput

প্রসঙ্গত, ছোটপর্দা থেকে বড়পর্দায় উত্তরণ হয়েছিল সুশান্তের। বলিউডে তাঁর প্রথম ছবি ‘কাই পো ছে’। দ্রুত জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন তিনি। তেমনি তাঁর মৃত্যু জন্ম দিয়েছিল বহু বিতর্কেরও। সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেয়েছিল তাঁর মৃত্যুর পরে।

সম্পর্কিত খবর

X