সুশান্তের থেকে ধোনিকে অনেক বেশি ভাল দেখতে, নিন্দুককে মিষ্টি মুখে সপাট জবাব দিয়েছিলেন সুশান্ত

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ক্ষণজন্মা প্রতিভা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। তাঁর ব‍্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থাকলেও একথা সকলেই স্বীকার করবেন, তথাকথিত বহিরাগত হয়েও অভিনয়ের দিক দিয়ে নামী তারকা সন্তানদের ছাপিয়ে গিয়েছেন সুশান্ত। ছোটপর্দা থেকে নিজের যোগ‍্যতায় বড়পর্দায় পা রেখেছিলেন তিনি। খুব কম সময়েই তাঁর অভিনয় দক্ষতা চাক্ষুস করার সুযোগ পেয়েছিল দর্শকরা।

শুধু অভিনয় নয়, বলিউডের তাবড় তারকাদের থেকে বুদ্ধিমত্তাতেও বহুগুণে এগিয়ে ছিলেন সুশান্ত। তাঁর মৃত‍্যুর পর প্রকাশ‍্যে এসেছিল অনেক চমকপ্রদ তথ‍্য যা থেকে স্পষ্ট বোঝা গিয়েছিল, সঠিক সুযোগ পেলে বলিউডের প্রথম সারিতে জায়গা পেতে পারতেন সুশান্ত।

Dhoni with Sushant
‘কাই পো ছে’ দিয়ে বলিউডে ডেবিউ করলেও সুশান্তকে জনপ্রিয়তা এনে দিয়েছিল ‘এম এস ধোনি: দ‍্য আনটোল্ড স্টোরি’। ক‍্যাপ্টেন কুল এর বায়োপিকে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি। মাহির ‘হেলিকক্টার শট’টি পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরেছিলেন তিনি পর্দায়। ওই ছবির পরেই বলিউডে আরো সম্মান বেড়েছিল সুশান্তের।

কিন্তু যেখানেই ভাল সেখানেই খারাপও থাকবে। পাঁচটা মানুষ প্রশংসা করলে পাঁচজন নিন্দাও করবে। সুশান্তকেও সমালোচনা শুনতে হয়েছিল ধোনির বায়োপিকের জন‍্য। নিন্দুকদের তালিকায় ছিলেন অভিনেতা রজত কাপুরও। অভিনয় এবং মানুষ হিসাবেও যথেষ্ট জনপ্রিয় তিনি। কিন্তু তিনিও কিন্তু সুশান্তকে কটাক্ষ করতে ছাড়েননি।

২০১৬ সালে ছবিটি মুক্তি পাওয়ার ঠিক আগের দিন রজত কাপুর টুইট করেছিলেন, ‘ধোনির ভূমিকায় যে অভিনেতা অভিনয় করছেন তার থেকে ধোনিকে দেখতে অনেক ভাল।’ টুইটটি নজর এড়ায়নি সুশান্তের। উত্তরে খুব ভদ্র ভাবে সপাট জবাব দিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ‘আমার দক্ষতার উপরে আরো অনেক পরিশ্রম করেছি ক্ষতিপূরণ করার জন‍্য। আপনার যদি তাতে আগ্রহ জাগে, দয়া করে ছবিটা দেখবেন স‍্যার।’

RajatSushant
সুশান্ত ভক্তরা তখনো সুর চড়িয়েছিলেন রজত কাপুরের বিরুদ্ধে। পালটা উত্ত‍র না দিয়ে পারেননি অভিনেতা। এবারে মিষ্টি করেই বলেছিলেন তিনি, সুশান্তের পারফরম‍্যান্স সত‍্যিই খুব ভাল। আর তাঁর ফ‍্যান ফলোয়িংও বিশাল। উত্তরে সুশান্ত লিখেছিলেন, ‘কাপুর অ্যান্ড সন্স’এ রজত খুব ভাল অভিনয় করেছিলেন। সেই সঙ্গে তিনি এও লিখেছিলেন, ‘ওরা আমার ভক্ত নয় স‍্যার। আমার খুব বেশি নেই। ওরা শুধু ভাল ছবি পছন্দ করে।’


Niranjana Nag

সম্পর্কিত খবর