সমস্ত কষ্টের অবসান, সুশান্তের মৃত্যুর তিন বছর পর প্রয়াত তাঁর ‘চিরদিনের বন্ধু’ও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২০২০-র ১৪ জুন এসে পৌঁছেছিল সেই মর্মান্তিক দুঃসংবাদটা। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। ছোটপর্দা থেকে বড়পর্দায় ডেবিউ করে খুব কম সময়েই বলিউডের নামী অভিনেতা হয়ে উঠেছিলেন তিনি। তাঁর অকালমৃত্যু ভোল বদলে দিয়েছিল বলিউডের। এখনো সুশান্তের মৃত্যুটা হিন্দি ইন্ডাস্ট্রির কাছে অভিশাপ বলেই মনে করেন অনেকে।

ওই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় তিন বছর। অভিনেতার মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা এখনো জানা যায়নি। তদন্ত যে পাথারে ছিল সেই পাথারেই রয়ে গিয়েছে। কিন্তু বন্ধ হয়নি মৃত্যু মিছিল। সুশান্তের মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা পরেই প্রবল শোকে প্রয়াত হন তাঁর বৌদি। আর এই তিন বছর পর মৃত্যু হল প্রয়াত অভিনেতার আরো এক প্রিয় জনের। মৃত্যু হল সুশান্তের আদরের পোষ্য (Pet Dog) ফাজের (Fudge)।

অভিনেতার সর্বক্ষণের সঙ্গী ছিল সে। যতটুকু সময় তিনি বাড়িতে থাকতেন তাঁর সঙ্গে ছায়ার মতো ঘুরত ফাজ। সুশান্তের আকস্মিক মৃত্যুর পর তাঁর প্রিয় পোষ্যর অবস্থা কী হয়েছিল তা অনেকেই দেখেছিলেন। অভিনেতার মৃত্যুর পরপর তাঁর ঘরের দরজার সামনে থেকে ওঠার নাম করত না ফাজ। অবলা প্রাণীর কষ্ট দেখে বুক মুচড়ে উঠেছিল অনেকেরই।

সুশান্তের মৃত্যু নিয়ে উত্তেজনা কমার সঙ্গে সঙ্গে ফাজকেও ধীরে ধীরে ভুলে গিয়েছিলেন সকলে। প্রথমে কয়েকজন পশুপ্রেমী তাকে দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও এই তিন বছর ফাজের খোঁজ খবর পাওয়াই যায়নি। শেষমেষ ১৭ জুন, মঙ্গলবার আদরের পোষ্যর মৃত্যু সংবাদ শেয়ার করলেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং। অভিনেতার জন্মবার্ষিকীর আগেই এল এই দুঃসংবাদ।

https://twitter.com/withoutthemind/status/1615070196024348673?s=20&t=0Q9yJ_mStofydiKUsUI7qQ

প্রয়াত সুশান্তের সঙ্গে ফাজের একটি পুরনো ছবি আর নিজের একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে লিখেছেন, ‘বিদায় ফাজ! স্বর্গে তোমার বন্ধুর সঙ্গে গিয়ে যোগ দিলে তুমি। আমিও যাচ্ছি খুব শীঘ্রই। ততদিন… কী হৃদয় বিদারক!’

https://twitter.com/PHOENIX21PHOTON/status/1615072098887827456?s=20&t=PYYdqsRm8Eg5-WInXbJiWw

প্রিয়াঙ্কার টুইটে আবারো চোখ ভিজেছে সুশান্ত ভক্তদের। একজন লিখেছেন, মনিবকে হারিয়ে পোষ্যরা বেশিদিন বাঁচে না। কিন্তু এই খবরটা খুবই মর্মান্তিক। কয়েকজন সুশান্তের সঙ্গে ফাজের পুরনো কিছু ছবি, ভিডিও শেয়ার করে আরো একবার স্মৃতিচারণা করেছেন। তিন বছর পর ‘চিরদিনের বন্ধু’র সঙ্গে মিলিত হলেন সুশান্ত। এবার তাঁর মৃত্যু রহস্যও ফাঁস হোক, আশাবাদী ভক্তরা।

X