বাংলাহান্ট ডেস্ক: শোকগ্রস্ত বলিউড (bollywood)। মাত্র ৩৪ এই সকলকে ছেড়ে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। আজ সকালে নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গিয়েছে অবসাদে ভুগছিলেন অভিনেতা।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েও অভিনয় জগতে নিজের কেরিয়ার বানানোর ইচ্ছা ছিল সুশান্তের। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন সুশান্ত। কিন্তু কলেজের তৃতীয় বর্ষে থাকাকালীনই তিনি পড়াশোনা ছেড়ে দেন অভিনয় জগতে নিজের ভাগ্য পরীক্ষার জন্য। অভিনয় জগতে নিজের কেরিয়ার বানানোর জন্য থিয়েটার ক্লাসে ভর্তি হন সুশান্ত। সেখানেই তাঁর ওপর চোখ পড়ে বালাজি টেলিফিল্মসের কাস্টিং টিমের। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রীত চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তাঁকে। এরপরেই আসে তাঁর প্রথম ব্রেক। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মানভ দেশমুখের চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত।
পবিত্র রিশতা ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। শুটিং সেট থেকেই শুরু প্রেম। লিভ ইনও করেছেন দুজন। কিন্তু দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় তাঁদের। এই ধারাবাহিকের পরেই বলিউডে সুযোগ পান সুশান্ত। আর তখনই তাঁর বিচ্ছেদ হয় অঙ্কিতার সঙ্গে।
শোনা যায় এরপর কৃতি শাননের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। যদিও তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। বলিউডে নবাগতা সারার সঙ্গেও নাম জড়িয়েছিল সুশান্তের। সারার প্রথম ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সুশান্ত। সম্প্রতি গুঞ্জন শোনা যায় রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে রয়েছেন সুশান্ত। একসঙ্গে ঘুরতে গিয়েছেন তাঁরা।
https://www.instagram.com/p/B7ke6FRnEJl/?igshid=1bazzvvhvdshc
সুশান্তের জন্মদিনে এখসঙ্গে ছবি শেয়ার করে একরকম তাঁদের সম্পর্কে শীলমোহর দিয়ে দেন রিয়া। শোনা যায়, রিয়াকে বিয়ের প্রস্তাবও দেন সুশান্ত। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন অভিনেত্রী। বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার পরেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন বলে মত ছিল রিয়ার।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার