সুখবর! দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ‍্যাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে সুশান্তকে

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু যেন নাড়িয়ে রেখে দিয়েছে গোটা বলিউডকে (bollywood)। তাঁর মৃত‍্যুর তিন মাস পরেও পরিবারের সদস‍্যরা ও অনুরাগীরা বিচার প্রার্থনা করছেন প্রয়াত অভিনেতার জন‍্য। তিন মাসে এই মামলায় বহু চাঞ্চল‍্যকর তথ‍্য সামনে এসেছে। এই মুহূর্তে সিবিআই ও ইডি তদন্ত করছে সুশান্ত মামলার।

এরই মাঝে শোনা গিয়েছে এক সুখবর। রিপোর্টে প্রকাশ, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ‍্যাল অ্যাওয়ার্ডে (dadasaheb phalke international film festival awards) সম্মানিত করা হবে সুশান্ত সিং রাজপুতকে। জানা যাচ্ছে, আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়েছে যে ২০২১ এর দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ‍্যাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে প্রয়াত অভিনেতাকে।

Sushant Singh Rajput biopic in the works 1200x675 1

https://www.instagram.com/p/CEbs7YGDXcL/?igshid=h83n5n827aj

 

এর আগে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক‍্যালিফোর্নিয়া রাজ‍্য বিধানসভাও সম্মানিত করে সুশান্তকে। সিনেমা ও সমাজের প্রতি তাঁর অবদানের জন‍্য মরণোত্তর বিশেষ সম্মানে সম্মানিত করা হয় অভিনেতাকে। সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেন সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি।

https://www.instagram.com/p/CD5QdXnlF03/?igshid=t9z2fdf0t6ya

 

তিনি লেখেন, ‘ভারতের স্বাধীনতা দিবসে ক‍্যালিফোর্নিয়া আমার ভাইকে সমাজের প্রতি তাঁর সার্বিক অবদানের জন‍্য স্বীকৃতি জানাল। ক‍্যালিফোর্নিয়া আমাদের সঙ্গে রয়েছে। ধন‍্যবাদ জানাই তাদের সমর্থনের জন‍্য।’ হলিউডের রাস্তায় সুশান্ত মামলা নিয়ে একটি বিলবোর্ডের ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে লেখা, গোটা বিশ্ব এই মামলার উপর নজর রাখছে।

https://www.instagram.com/p/CEXUkQ-hj8V/?igshid=x2xxqx9nl2kg

 

প্রসঙ্গত, শুক্রবার টানা প্রায় দশ ঘন্টা রিয়া চক্রবর্তীকে জেরা করে সিবিআই। এই মামলা সংক্রান্ত কোনও তথ‍্যই এড়িয়ে যাচ্ছে না তারা। সুশান্তের ফ্ল‍্যাট থেকে ৮ জুন কেন চলে আসেন রিয়া, তাঁর চিকিৎসার কথা অভিনেতার পরিবারকে কেন জানানো হয়নি, তাঁদের শেষ ইউরোপ ট‍্যুর এই ধরনের প্রশ্ন রিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে বলে জানা গিয়েছে। এবার অভিনেত্রীর বয়ানে কোনও অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই।

Niranjana Nag

সম্পর্কিত খবর