বাংলাহান্ট ডেস্ক: ‘ক্লস্ট্রোফোবিয়া’ (claustrophobia) ছিল সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput), নিজেই একথা স্বীকার করেছিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে নিজেই এই তথ্য জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) সেই সাক্ষাৎকারের ভিডিও (video)।
২০১৫ তে একটি সাক্ষাৎকারে আসেন সুশান্ত সিং রাজপুত। নিজের ছবি, ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা তথ্য শেয়ার করেন তিনি। এরপরেই সুশান্তের সঙ্গে একটি খেলা খেলেন সঞ্চালক। খেলাটি হল, নিজের সম্পর্কে তিনটি তথ্য দিতে হবে সুশান্তকে। দর্শকদের অনুমান করতে হবে কোনটি ভুল।
অভিনেতা বলেন, ১. তিনি ‘ক্লস্ট্রোফোবিক’, ২. দিনে ৬ ঘন্টা ঘুমান তিনি ও ৩. তিনি খুবই খারাপ গায়ক। সত্য উদঘাটনের সময় সুশান্ত নিজেই জানান, মিথ্যে তথ্যটি হল তিনি ৬ ঘন্টা ঘুমান। আসলে তাঁর অনিদ্রা রোগ রয়েছে তাই মাত্র ২ ঘন্টাই ঘুমান তিনি।
এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তী দাবি করেন, ইউরোপ ট্যুরে যাওয়ার সময় সুশান্ত তাঁকে জানিয়েছিলেন ফ্লাইটে তাঁর ক্লস্ট্রোফোবিক লাগে। সেই কারনে Modafinil নামে একটি ওষুধও খেয়েছিলেন তিনি। ওই ওষুধটি সবসময় সুশান্তের কাছেই থাকত বলে দাবি করেন রিয়া।
এরপরে নেটিজেনদের একাংশ সমর্থন করতে শুরু করেছেধ রিয়ার বক্তব্যকে। যদিও রিয়ার ওই সাক্ষাৎকারের পরেই সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায়, প্লেনের ককপিটে বসে প্লেন চালাচ্ছেন সুশান্ত। নাম না করে অঙ্কিতা লেখেন, সুশান্তকে দেখে তো ক্লস্ট্রোফোবিক লাগছে না।
https://www.instagram.com/tv/CEYfZf_BuO3/?igshid=1v12s1qm9bxhg
প্রসঙ্গত, ক্লস্ট্রোফোবিয়া হল এমন একটি ফোবিয়া যাতে মানুশ বদ্ধ জায়গায় বা অপরিসর স্থানে থাকতে ভয় পায়। রিয়ার দাবি সুশান্তের এই ফোবিয়া ছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতা নিজেও এই কথাই বলেছেন। তবে রিয়া আদৌ সত্যি বলছেন নাকি মিথ্যে তা তদন্ত সাপেক্ষ।