চলতি বছরেই পা রাখার স্বপ্ন ছিল হলিউডে, যাবতীয় পরিকল্পনাও তৈরি ছিল সুশান্তের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরেই হলিউডে (hollywood) পা রাখার পরিকল্পনা করছিলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। তৈরি ছিল যাবতীয় পরিকল্পনা। সম্প্রতি ফাঁস হওয়া সুশান্তের ডায়রির পাতা থেকে জানা গিয়েছে এমনই তথ‍্য।

অভিনেতার দিদি শ্বেতা সিং কৃতী তাঁর পুরনো ডায়রির কয়েকটি পাতার ছবি শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়াতে। সেখানে দেখা যায়, হলিউড পাড়ি দেওয়ার জন‍্য সমস্ত পরিকল্পনা আগে থেকেই ছকে রেখেছিলেন সুশান্ত।

নিজের অভিনয়, ভাষার দক্ষতা বাড়ানো, হলিউডের প্রখ‍্যাত এজেন্সির সঙ্গে যুক্ত হওয়া, জনপ্রিয় খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়া এসবই তাঁর পরিকল্পনার অংশ ছিল। এছাড়াও বছরে ৫০ কোটি টাকা রোজগারের স্বপ্ন ছিল তাঁর। সেই মতো তৈরি করেছিলেন ব্লুপ্রিন্ট।

জানা গিয়েছে, বিদেশি লেখক ও পরিচালকদের নিয়ে একটি প্রোডাকশন হাউস তৈরির কথা চিন্তা ভাবনা করেছিলেন তিনি। সেই সংক্রান্ত আইনি টিমের জন‍্য নিজের দুই দিদি প্রিয়াঙ্কা ও মেঘাকে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন অভিনেতা।

শ্বেতা সিং কৃতী সোশ‍্যাল মিডিয়ায় লেখেন, ‘যার সব পরিকল্পনা তৈরি ছিল। যে জানত কিভাবে স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হয়। যার মনোভাব সবসময় এত ইতিবাচক ছিল। আমার ভাই, তোমাকে কুর্নিশ!’ স্পষ্টতই সুশান্তের ডায়রির এই তথ‍্য থেকে বোঝা যায় আত্মহত‍্যার চিন্তা তো দূরের কথা, কোনও অবসাদের লক্ষণই ছিল না তাঁর মধ‍্যে।

https://www.instagram.com/p/CDy8uHVl3ft/?igshid=1qxbkmrqfz9zf

প্রসঙ্গত, সম্প্রতি অভিনেতার প্রাক্তন নিরাপত্তা রক্ষী জানান, তিনি ২০১৯ এর জানুয়ারি পর্যন্ত তাঁর কাছে ছিলেন। অনেকটা কাছ থেকে দেখেছেন তিনি সুশান্তকে। এমন হাসিখুশি, প্রাণোচ্ছল মানুষ আত্মহত‍্যা করতেই পারেন না বলে দাবি করেন ওই নিরাপত্তা রক্ষী।

তিনি আরও জানান, সবসময় নিজেকে প্রচারের বাইরে রাখতে পছন্দ করতেন সুশান্ত। হায়দ্রাবাদে এক ক‍্যানসার আক্রান্ত কিশোরের চিকিৎসার দায়িত্ব নেন তিনি। বৃদ্ধাশ্রমে গিয়েও সেখানকার মানুষদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করতেন। কিন্তু এসব কাজ সুশান্তের ম‍্যানেজার ছাড়া আর কেউ জানতে পারত না।

সম্পর্কিত খবর

X