বাংলা হান্ট ডেস্কঃ গত ১৫ নভেম্বর প্রকাশ্যে মোটরবাইক থেকে নেমেই গুলি করে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এই ঘটনার পর মাঝে কেটে গিয়েছে ৫ দিন। গত ১৫ ই নভেম্বর যে সমস্ত দুষ্কৃতীরা সুশান্ত কে গুলি করে খুন করার চেষ্টা করেছিল তাদের মধ্যে গুলজারসহ আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুশান্তের সাথে বৈঠক অভিষেকের (Abhishek Banerjee)
এই ঘটনার পর সুশান্ত ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার আর্জি জানিয়েছিলেন রাজ্যের মেয়র ফিরোজ হাকিমের কাছে। সে সময় অনেকেই মনে করেছিলেন দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন তিনি। এরইমধ্যে গতকাল দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) সাথে দেখা করলেন সুশান্ত।
সন্ধ্যায় কাম্যাক স্ট্রিটে অভিষেকের (Abhishek Banerjee) সাথে দেখা করতে গিয়েছিলেন সুশান্ত। সেখানে তাঁদের প্রায় এক ঘন্টার বৈঠক হয়। কিন্তু অভিষেকের সাথে বৈঠকে কি কথা হয়েছে তা এখনই জানাতে চাননি সুশান্ত। তবে আনন্দবাজারের রিপোর্ট থেকে জানা যাচ্ছে,কসবার স্থানীয় রাজনৈতিক সমীকরণ সম্পর্কে জানতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন: বাড়ছে উত্তুরে হওয়ার দাপট! আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? আবহাওয়ার খবর
শুধু তাই নয় এরপর নাকি সুশান্তকে আগের মতোই কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে বলেছেন অভিষেক। পাশাপাশি দল যে সুশান্তের পাশেই আছে সেবিষয়ে নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসবের মধ্যে কসবা কান্ডে স্থানীয় সমীকরণ কতটা কাজ করেছে, তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে।
প্রসঙ্গত কালী পুজোর সময়ও কসবারঅন্তর্দ্বন্দ্বের কথা প্রকাশে এসেছিল। নবীন সঙ্ঘ ক্লাবের কালীপুজোর প্যান্ডেলের ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে। সেই সময় দাবি করা হয়েছিল, সুশান্তকে দিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করানোর জেরেই এই হামলা চালানো হয়েছিল। সবমিলিয়ে খাস কলকাতায় তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে অস্বস্তি বাড়ছে শাসক দলের।