বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুবার্ষিকীর বাকি আর মাত্র কয়েক দিন। গত বছর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। অভিনেতার রহস্য মৃত্যুর কারণ জানার জন্য ধর্নাও দিয়েছিলেন অনেকে। কিন্তু বছরের শেষের দিকে সব উত্তেজনাই স্তিমিত হয়ে যায়। গোটা এক বছরেও এই রহস্যের কোনো সমাধানই হয়নি।
অবশেষে সুশান্তের মৃত্যুবার্ষিকীর দিন কয়েক আগে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। কিছুদিন আগেই গ্রেফতার করা হয়েছিল সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু তথা ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে। এবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল প্রয়াত অভিনেতার দেহরক্ষীকে। পরপর দুদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য NCB আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
জিজ্ঞাসাবাদ সহ আনুসঙ্গিক অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। কিছুদিন আগে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চল থেকে ধরা পড়েছে মাদক সরবরাহকারী হিসেবে পরিচিত হরিশ খান। সুশান্তকে তিনি মাদক সরবরাহ করতেন বলে খবর রয়েছে তদন্তকারীদের কাছে। দুই পরিচালক নীরজ ও কেশবকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় NCB। অভিযোগ রয়েছে, এরাও মাদক সরবরাহ করতেন প্রয়াত অভিনেতাকে।
দিনকয়েক আগে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয় সিদ্ধার্থ পিঠানিকে। মাদক যোগেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে এনসিবি সূত্রে। শীঘ্রই সিদ্ধার্থকে আদালতের সামনে পেশ করা হবে বলে জানিয়েছেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে।
Narcotics Control Bureau (NCB) summons Sushant Singh Rajput's bodyguard for the second day in a row, in the drug case linked to the late actor's death
— ANI (@ANI) June 3, 2021
সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। গত বছরেও একাধিক বার সিবিআই, ইডি ও এনসিবির জেরার মুখে পড়তে হয়েছিল। এবারে নতুন কি তথ্য তাঁর কাছ থেকে আদায় করতে পারেন তদন্তকারীরা সেই দিকেই তাকিয়ে সুশান্ত ভক্তরা।