সুশান্তের মৃত‍্যুতে ভাঙতে বসেছিল সম্পর্ক! অঙ্কিতার প্রাক্তনকে নিয়ে বিষ্ফোরক ভিকি জৈন

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত‍্যু ইন্ডাস্ট্রির অনেকের জীবনই বদলে দিয়েছিল। অভিনেতার অকালমৃত‍্যু দীর্ঘদিন পর্যন্ত মেনে নিতে পারেননি অনেকেই। সুশান্তের সঙ্গে বহু বছর বিচ্ছেদ হয়ে গেলেও অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) জীবনে গভীর প্রভাব পড়েছিল ২০২০ র ১৪ জুনের পর থেকে। এমনকি ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে তাঁর সম্পর্কটাও প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছিল।

সম্প্রতি স্টার প্লাসের নতুন রিয়েলিটি শো ‘স্মার্ট জোড়ি’তে এসেছিলেন ভিকি অঙ্কিতা। এখন তাঁরা বিবাহিত স্বামী স্ত্রী। বেশ কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর গত বছরেই বিয়ে সেরে ফেলেছিলেন তাঁরা। কিন্তু একটা সময় এসেছিল যখন তাঁদের সম্পর্কটাও খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল। সুশান্তের অকস্মাৎ মৃত‍্যু ঝড় তুলে দিয়েছিল তাঁদের সম্পর্কে।

IMG 20210613 192308
দীর্ঘ ছয় বছর ধরে সম্পর্কে ছিলেন সুশান্ত অঙ্কিতা। অভিনেতার মৃত‍্যুর পর ভেঙে পড়েছিলেন পর্দার অর্চনা। বহুবার সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সংবাদ মাধ‍্যমের সামনেও মুখ খুলেছিলেন। স্মার্ট জোড়ি তে এসে অঙ্কিতা বলেন, “আমি আমার অতীতটা ভুলে গিয়েছি। কিন্তু ওই মুহূর্তে আমাকে প্রয়োজন ছিল। আর সেটা আমি ভিকিকে বলতে পারছিলাম না। কিন্তু আমাকে কিছু বলতে হয়নি। ভিকি না বলতেই সবটা বুঝে গিয়েছিল।”

https://www.instagram.com/tv/Cae3FoSAQxa/?utm_medium=copy_link

সুশান্তের নাম না করেই ভিকি বলেন, “সম্প্রতি যেটা ঘটে গিয়েছে তার থেকে কঠিন সম্পর্কের পরীক্ষা আর হয় না। এমন একটা মোড় এসেছিল যা শুধু আমাদের নয়, গোটা দেশকেই নাড়িয়ে দিয়েছিল। সেটার জন‍্য কেউই প্রস্তুত ছিল না।” তিনি আরো জানান, অনেকেই অঙ্কিতাকে ভুল বুঝেছিলেন। তাঁকেও ট্রোল করা হয়েছিল।

কিন্তু ভিকি জানান, তিনি অঙ্কিতাকে নিয়ে গর্বিত। নিন্দায় কান না দিয়ে যেভাবে দৃঢ়তার সঙ্গে নিজের সমস্ত দায়িত্ব কর্তব‍্য পালন করেছিলেন তিনি তাতে অঙ্কিতাকে কুর্নিশ জানান তিনি। যতটুকু যা তিনি বলেছিলেন সবটাই নিজের এবং সেই প্রাক্তন সম্পর্কটার জন‍্য। এর জন‍্যই অঙ্কিতাকে সমর্থন করেছিলেন ভিকি।

Niranjana Nag

সম্পর্কিত খবর