আটকানো হোক সুশান্তের ‘দিল বেচারা’র মুক্তি, আর্জি নিয়ে মানবাধিকার কমিশনে হাজির আইনজীবী

বাংলাহান্ট ডেস্ক: আটকানো হোক সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) শেষ ছবি ‘দিল বেচারা’র (dil bechara) মুক্তি। এমনই আর্জি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন মুম্বইয়ের এক আইনজীবী। আশিষ সতপুতে নামে ওই আইনজীবীর দাবি, প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে ওটিটি প্ল‍্যাটফর্ম নয়, বরং বড়পর্দায় মুক্তি পাক তাঁর শেষ ছবি।
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, জাতীয় মানবাধিকার কমিশনের কাছে নিজের আর্জি পেশ করে একটি চিঠি লিখেছেন ওই আইনজীবী। চিঠিতে তিনি লিখেছেন, ‘সুশান্তের বিশ্বব‍্যাপী অনুরাগীরা চাইছে ওটিটি নয়, বড়পর্দায় মুক্তি পাক এই ছবি। তাড়াহুড়ো করে এই ছবি মুক্তি পাওয়ার কোনও প্রয়োজন নেই। বরং কোনও ফেস্টিভ‍্যালের সময় বড়পর্দায় মুক্তি পাক সুশান্তের ছবি।’
উল্লেখ‍্য, গত ২৫ জুন ঘোষনা করা হয় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে সুশান্তের শেষ ছবি দিল বেচারা। আগামী ২৪ জুলাই মুক্তি পাবে এই ছবি। প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার জন‍্যই উপলব্ধ হবে এই ছবির স্ট্রিমিং। অর্থাৎ শুধুমাত্র প্রাইম সদস‍্যরাই নন, সকলেই দেখতে পারবে এই ছবি।

images 2020 07 06T162921.716
গতকালই মুক্তি পেয়েছে দিল বেচারার ট্রেলার। আর মুক্তি পেয়েই ভেঙে দিয়েছে এতদিনের ইউটিউবে সবথেকে বেশি লাইক পাওয়া অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার ছবির রেকর্ড। সর্বাধিক ৩৬ লক্ষ লাইক পেয়ে এই রেকর্ডের অধিকারী এতদিন ছিল অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার ট্রেলার। দিল বেচারার ট্রেলার মুক্তি পাওয়ার ২৩ ঘন্টার মধ‍্যে লাইকের সংখ‍্যা ৫৮ লক্ষ যা বিশ্ব রেকর্ড। ইউটিউবে ট্রেলারটির ভিউ সংখ‍্যা ২ কোটি ৭৫ লক্ষ।
এই ছবির গল্প কিজি বাসু ও ইম‍্যানুয়েল রাজকুমার জুনিয়রকে নিয়ে। কিজি থাইরয়েড ক‍্যান্সারে আক্রান্ত। কলেজে তার আলাপ হয় ইম‍্যানুয়েলের সঙ্গে। কয়েক বছর আগে অস্টিওকারসোমায় আক্রান্ত হয়েছিল সেও। কিন্তু তাতে ইম‍্যানুয়েলের ‘চার্মিং’ পার্সোনালিটিতে কোনও প্রভাব পড়েনি।

images 2020 07 06T162812.269
শুরু হয় কিজি ও ইম‍্যানুয়েলের বন্ধুত্ব। বন্ধুত্ব যখন আরও একটু গভীরে যাওয়ার তোড়জোড় করছে সেই সময়েই দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কিজির ক‍্যান্সার। ইম‍্যানুয়েলকে কষ্ট না দিতে কিজি ঠিক করে প‍্যারিস চলে যাবে সে। কিন্তু এত সহজে তাকে দূরে সরে যেতে দেয় না ইম‍্যানুয়েল। রাজা রানির অসম্পূর্ণ কাহিনিটা যে শেষ করতে হবে। তবে কিজি-ইম‍্যানুয়েলের কাহিনির ‘হ‍্যাপি এন্ডিং’ হল কিনা তা জানতে দেখতে হবে দিল বেচারা।


Niranjana Nag

সম্পর্কিত খবর