সুশান্তের আদর্শ ছিলেন শাহরুখ, দুঃসময়ে কিং খানের পাশে দাঁড়াতে মন্নতের বাইরে জটলা প্রয়াত অভিনেতার ভক্তদের

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে আরিয়ান খান ও শাহরুখ খানের (shahrukh khan) পাশে দাঁড়াল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) ভক্তরা। ছেলে মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশের সমালোচনার শিকার হয়ে চলেছেন কিং খান। তবে অনেকেই তাঁদের এই কঠিন সময়ে পাশেও দাঁড়িয়েছেন। এবার সমর্থনের হাত বাড়াল সুশান্ত অনুরাগীরাও।

রবিবার রাতে শাহরুখের বাসভবন মন্নতের বাইরে জড়ো হতে দেখা যায় প্রয়াত অভিনেতার ভক্তদের। সুশান্ত নিজের আদর্শ মনে করতেন কিং খানকে। তাই প্রয়াত অভিনেতার আদর্শের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোটাই সমীচিন মনে করেছেন ভক্তরা। সুশান্ত ও শাহরুখের ছবি ও প্ল‍্যাকার্ড হাতে নিয়ে জড়ো হন তারা। দেখা গেল সুশান্তের প্রাক্তন সহকারী দিশা সালিয়ানের ছবিও।

sushant singh rajput1 1597815475
গত বছর সুশান্তের আচমকা মৃত‍্যুর পর তাঁদের একটি ছবি শেয়ার করে শোকজ্ঞাপন করেছিলেন শাহরুখ। সঙ্গে লিখেছিলেন, ‘ও আমাকে এত ভালবাসত। খুব মিস করব। ওর এনার্জি, আগ্রহ আর মিষ্টি হাসি। আল্লাহ ওর আত্মাকে শান্তি দিক, ঘনিষ্ঠজনেদের আমার সমবেদনা জানাই। এটা অত‍্যন্ত দুঃখজনক ও বিস্ময়কর।’

আরিয়ানের গ্রেফতারির পর মাত্র দু মিনিটের জন‍্য ছেলের সঙ্গে কথা বলতে পেরেছিলেন শাহরুখ। তাও আবার NCB র থেকে বিশেষ অনুমতি নেওয়ার পর। ছেলের আটক হওয়ার খবর শুনেই স্পেনে শুট বাতিল করে দেন কিং খান। শোনা যাচ্ছে পরিচালক অ্যাটলির ছবির জন‍্য শাহরুখের একজন বডি ডাবল আপাতত কাজ চালাচ্ছেন।

https://www.instagram.com/p/CU3_-5_vTyx/?utm_medium=copy_link

ইতিমধ‍্যেই একটি বড় ব্র‍্যান্ড তাঁদের বিজ্ঞাপনের মুখ থেকে ছেঁটে ফেলেছেন শাহরুখ খানকে। শোনা যাচ্ছে, এতে কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে পারেন বলিউড বাদশা। এবার মাদক কাণ্ডে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর জেরার সম্মুখীন হয়েছেন কিং খানের গাড়িচালক।

মাদক মামলায় শাহরুখের গাড়ির ড্রাইভারকে সমন পাঠিয়েছিল NCB। সেই মতো তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। জানানো হয়েছে, তদন্তের জন‍্য জরুরি এই জেরা পর্ব। আরিয়ান আগে থেকেই মাদক সেবনের সঙ্গে যুক্ত ছিল কিনা বা কোনো মাদক ব‍্যবসায়ীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কিনা সেটা জানার জন‍্যই এই জেরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর