বাংলাহান্ট ডেস্ক: এক সপ্তাহ হয়ে গিয়েছে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর। গত রবিবার, ১৪ জুন নিজের বান্দ্রার ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তারপর থেকেই কার্যত তোলপাড় হয়ে গিয়েছে বলিউড ইন্ডাস্ট্রি ও নেটদুনিয়ায়। সুশান্তের মৃত্যুর জন্য বহু নামজাদা ব্যক্তিত্বকে কাঠগড়ায় তুলেছে নেটজনতা। তাদের মধ্যে অন্যতম সলমন খান (salman khan)। ইন্ডাস্ট্রির একাধিক ব্যক্তিত্বও অভিযোগের তীর ছুঁড়েছেন ভাইজানের দিকে।
এর আগে পাটনায় সলমনের বিইং হিউম্যান দোকানের সামনে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল সুশান্তের একদল ভক্তকে। এবার সলমনের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন অভিনেতার ভক্তরা। মুম্বইতে ভাইজানের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান সুশান্তের বহু অনুরাগী। ওঠে ‘সলমন মূর্দাবাদ’ স্লোগানও।
সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় মুম্বই পুলিস প্রশাসন। পুলিসের শীর্ষ কর্তাদের সঙ্গেও এই বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছে বান্দ্রা পুলিস।
এর আগে বিহারে বিক্ষোভ দেখিয়ে বন্ধ করা হয় সলমনের ‘বিইং হিউম্যান’ ব্র্যান্ডের দোকান। দোকান বন্ধ করে দেওয়ার দাবি করেন তাঁরা। সেই সঙ্গে শোনা যায় ‘সলমন মূর্দাবাদ’ ধ্বনি।সুশান্তের মৃত্যুর প্রতিবাদে পথে নামে বিহারবাসী। বিহারে সলমন ও করনের ছবিও দেখানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগেই পাটনার রাস্তায় পোড়ানো হয়েছে করণ, সলমনদের কুশপুতুল। রাস্তা জুড়ে চলেছে সুশান্তের অনুরাগীদের বিক্ষোভ। কোথাও কুশপুতুল পুড়িয়ে আবার কোথাও মোমবাতি মিছিল করে চলেছে বিক্ষোভ প্রদর্শন। উঠেছে সলমন, করণ জোহরদের বয়কট করার দাবিও।