IMDb তে ৯.৮ রেটিং, ‘ব্লকবাস্টার’ তকমা পেল সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’

বাংলাহান্ট ডেস্ক: ২৪ জুলাই, দিনটির জন‍্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল লক্ষ লক্ষ মানুষ। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) শেষ ছবি ‘দিল বেচারা’ (dil bechara) মুক্তির কথা ছিল এই দিনেই। OTT প্ল‍্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে ঠিক সন্ধ‍্যা সাড়ে সাতটায় মুক্তি পায় সুশান্তের শেষ ছবি দিল বেচারা। আর মুক্তির সঙ্গে সঙ্গেই ধামাকা।
মুক্তি পাওয়ার পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করে দিল বেচারা। ফিল্ম রিভিউ ওয়েবসাইট IMDb তে ৯.৮ রেটিং পেয়েছে এই ছবি। ১১.২৫ মিনিট পর্যন্ত IMDb তে পুরো ১০ রেটিং ছিল দিল বেচারার। সুশান্তের অসংখ‍্য অনুরাগীরা ‘ব্লকবাস্টার’ বানিয়ে দিয়েছে অভিনেতার শেষ ছবিকে।
শুক্রবার সন্ধ‍্যা ঠিক সাড়ে সাতটায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় দিল বেচারা। বলা বাহুল‍্য তার আগে থেকে অনেকেই হটস্টার খুলে অপেক্ষায় ছিলেন। প্রিয় অভিনেতার শেষ ছবির এক সেকেন্ডও মিস করতে রাজি ছিলেন না তারা। ফলত অত‍্যধিক মানুষ একসঙ্গে ওই সময়ে দিল বেচারা দেখতে বসায় ক্র‍্যাশ করে যায় হটস্টার।

ezgif.com webp to jpg 12
অনেকেই সমস‍্যায় পড়েন হটস্টার ক্র‍্যাশ করে যাওয়ায়। টুইটারে নিজেদের সমস‍্যার কথা জানান বহু মানুষ। আবার অনেকে বলেন, তারা ট্রেলার মুক্তির সময় থেকেই জানতেন এমন অবস্থা হতে পারে। পরিচালক হনসল মেহতাও হটস্টার ক্র‍্যাশের জন‍্য ছবিটি দেখতে গিয়ে সমস‍্যায় পড়েন।
প্রসঙ্গত, ৬ জুলাই বিকেল ৪টে নাগাদ মুক্তি পায় দিল বেচারা’র ট্রেলার। মুক্তি পাওয়ার পর থেকেই ইউটিউব ও টুইটারে এক নম্বরে ট্রেন্ড করতে শুরু করে এই ট্রেলার। মুক্তি পাওয়ার পর ২৪ ঘন্টা না কাটতেই বিশ্ব রেকর্ড করে সুশান্তের ছবির ট্রেলার।
ট্রেলারটি মুক্তি পেয়েই ভেঙে দেয় এতদিনের ইউটিউবে সবথেকে বেশি লাইক পাওয়া অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার ছবির রেকর্ড। সর্বাধিক ৩৬ লক্ষ লাইক পেয়ে এই রেকর্ডের অধিকারী এতদিন ছিল অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার ট্রেলার। দিল বেচারার ট্রেলার মুক্তি পাওয়ার ২৩ ঘন্টার মধ‍্যে লাইকের সংখ‍্যা ৫৮ লক্ষ যা বিশ্ব রেকর্ড। ইউটিউবে ট্রেলারটির ভিউ সংখ‍্যা ২ কোটি ৭৫ লক্ষ।

915159 sushant sanjana
সুশান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার জন‍্যই উপলব্ধ হয়েছে এই ছবির স্ট্রিমিং। এই ছবির গল্প কিজি বাসু ও ইম‍্যানুয়েল রাজকুমার জুনিয়রকে নিয়ে। কিজি থাইরয়েড ক‍্যান্সারে আক্রান্ত। কলেজে তার আলাপ হয় ইম‍্যানুয়েলের সঙ্গে। কয়েক বছর আগে অস্টিওকারসোমায় আক্রান্ত হয়েছিল সেও। কিন্তু তাতে ইম‍্যানুয়েলের ‘চার্মিং’ পার্সোনালিটিতে কোনও প্রভাব পড়েনি।
শুরু হয় কিজি ও ইম‍্যানুয়েলের বন্ধুত্ব। বন্ধুত্ব যখন আরও একটু গভীরে যাওয়ার তোড়জোড় করছে সেই সময়েই দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কিজির ক‍্যান্সার। ইম‍্যানুয়েলকে কষ্ট না দিতে কিজি ঠিক করে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেবে। কিন্তু এত সহজে তাকে দূরে সরে যেতে দেয় না ইম‍্যানুয়েল। রাজা রানির অসম্পূর্ণ কাহিনিটা যে শেষ করতে হবে।
ছবিটি দেখতে দেখতে সকলের চোখই জলে ভরে উঠেছিল। সুশান্তের অসাধারন অভিনয় ফের একবার মন ছুঁয়ে গেল দর্শকদের। ছবির পরিণতিটা অনেকেই মেনে নিতে পারেননি। সেই সঙ্গে তারা মানতে পারছেন না এটাই সুশান্ত সিং রাজপুতের কেরিয়ারের শেষ ছবি।


Niranjana Nag

সম্পর্কিত খবর