বাংলাহান্ট ডেস্ক: একের পর এক দুঃসংবাদ সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) পরিবারে। রবিবার সকালে নিজের বান্দ্রার ফ্ল্যাটে আত্মহত্যা করেন অভিনেতা। সেই সংবাদ গিয়ে পৌঁছায় তাঁর দেশের বাড়ি বিহারে। দেওরের মৃত্যুশোক সহ্য করতে না পেরে পরের দিন সোমবারই শেষ মৃত্যু হয় সুশান্তের বৌদি (sister in law) সুধা দেবীর। মুম্বইতে অভিনেতার শেষকৃত্যের সময়ই বিহারে পূর্ণিয়া গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুধা দেবী।
সুশান্তের পরিবার সূত্রে খবর, অভিনেতার মৃত্যু সংবাদ পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর বৌদি সুধা দেবী। তিনি সুশান্তের খুড়তুতো দাদা অমরেন্দ্র সিংয়ের স্ত্রী। অমরেন্দ্র জানান, সুশান্তের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন সুধা দেবী। অসুস্থ হয়ে পড়েন তিনি। বারবার জ্ঞান হারাচ্ছিলেন। পরিবারের সকলে সান্ত্বনা দেন। চিকিৎসক ডেকেও কোনও লাভ হয়নি।
অমরেন্দ্র আরও জানান, জ্ঞান ফিরতেই সুশান্তের কথা জিজ্ঞাসা করছিলেন বৌদি সুধা। তারপর বাড়িতে ধীরে ধীরে লোক সমাগম বাড়তে থাকায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার সকাল থেকে স্বাস্থ্যের অবনতি হয় তাঁর। অবশেষে যখন মুম্বইতে সুশান্তের শেষকৃত্য চলছিল তখন পূর্ণিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৌদি সুধা দেবী। পরপর দুটো মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে অভিনেতার পরিবার।
অপরদিকে একমাত্র ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। পাটনার রাজীব নগর কলোনিতে থাকেন তিনি। রবিবার সকালে ফোনে পান ছেলের আত্মহত্যার খবর। সুশান্তের পাটনার বাড়ির পরিচারিকা জানান, ফোনে সুশান্তের মৃত্যুর খবর পেয়েই ভেঙে পড়েন তিনি। কথা বলার মতো অবস্থাতেও নেই।
সোমবার মুম্বই আসেন সুশান্তের বাবা ও দিদি সহ পরিবারের সদস্যরা। ছেলের মুখাগ্নি করার সময় ভেঙে পড়তে দেখা যায় বাবাকে। এই সময়ে পরিবারে আরও এক মৃত্যুর খবর শোকের আবহাওয়া আরও ভারী করে তুলল সুশান্তের পরিবারে।