সুশান্তের স্মৃতি নিয়েই বেঁচে আছে তার পরিবার, আবেগপ্রবণ পোস্ট অভিনেতার বোনের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও এখনো সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু মেনে নিতে পারেনি গোটা দেশ। ইঞ্জিনিয়ারের নিশ্চিত ক্যারিয়ার ছেড়ে বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। প্রথম কাজ পবিত্র রিস্তা থেকেই সকলের পছন্দ হয়েছিল তাকে। এর পর একের পর এক কাই পো চে, ধোনি, ছিছোড়ে তাকে সিনেপ্রেমীদের নয়নের মনি করে তোলে।

sushant singh rajput

১৪ জুন রবিবার, নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ৩৪ বছর অভিনেতা। কিন্তু এই তত্ত্ব মানতে চাননা দেশবাসী। তাদের অভিযোগ সুশান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠেছে দেশজুড়ে। প্রতিদিনই পুলিশি জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য৷

https://www.instagram.com/p/CCGVUYWF-7Z/?igshid=1c4ro5f14jq4u

সকলের ছোট আদরের সুশান্তের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অভিনেতার পরিবারের কেউ। তাঁর স্মৃতি আঁকড়ে বেঁচে আছে গোটা পরিবার৷ সামাজিক মাধ্যমে তেমনই একটি আদুরে ছবি পোস্ট করলেন তার বোন। যেখানে ভাগ্নী ফ্রিজুকে কোলে নিয়ে রয়েছেন সুশান্ত। শ্বেতা এই ছবিটি পোস্ট করে লেখেন ‘সুইটহার্টস’৷ এছাড়াও সুশান্তের প্রতি চিরবিদায় জানিয়ে লিখেছিলেন, শেষ শ্রদ্ধা এবং ভালোবাসা ভাই তোমার জন্য, তুমি যেখানেই থাকো ভালো থেকো।

পাশাপাশি, সুশান্তের মত আর কাউকে যেন এইভাবে অকালে চলে যেতে না হয় তাই সুশান্তের জামাইবাবু বলি পাড়ায় স্বজনপোষণ এর বিরুদ্ধে ‘নেপোমিটার’ নামে একটি অ্যাপ বানিয়েছেন। যেখানে বলিউডের নেপোটিজম সংক্রান্ত সব তথ্যই থাকবে।

সম্পর্কিত খবর

X